ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষকতায় ফিরছেন জ্যাক মা

প্রকাশিত: ০৭:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষকতায় ফিরছেন জ্যাক মা

চীনের পূর্বাঞ্চলীয় ঝেইজিয়াং প্রদেশের হাংজৌ শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী শেখানোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জ্যাক মা। খুব বেশিদিন কিন্তু ছিলেন না সে পেশায়। হাংজৌর এক ফ্ল্যাটে বন্ধুবান্ধব নিয়ে শুরু করেন আলিবাবার যাত্রা। দেড় যুগের ভেতরেই আলিবাবা আবির্ভূত হয় অনলাইন বিপণনে জায়ান্ট হিসেবে। চীনের তৃতীয় শীর্ষ ধনী জ্যক মা’র বর্তমান সম্পদ ৪০ বিলিয়ন ডলার, বলে গত বছর প্রকাশিত এক তালিকায় ফোর্বস জানিয়েছিল। শুধু চীন নয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মা তার প্রতিষ্ঠিত ই-কমার্স সাম্রাজ্য আলিবাবার নির্বাহী চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে এবার জানিয়েছে নিউইয়র্ক টাইমস। অনলাইন বিপণনে পাইওনিয়র খ্যাত প্রতিষ্ঠানটিতে এ পালা বদলের কারণ মা’র একটি সুপ্ত ইচ্ছা। ‘শিক্ষায় মানবসেবার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমটির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। শীর্ষ নির্বাহীর পদ ছাড়লেও মা থাকবেন আলিবাবার পরিচালনা পরিষদে। ১৯৯৯ সালে আলিবাবার যাত্রা শুরুর সময়ই কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন মা। মাত্র দুই দশকেই আলিবাবা পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানিতে। আলিবাবার বাজার মূল্য এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি। অনলাইন বিপণন, ক্লাউড কম্পিউটিং ও প্রযুক্তি খাতের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কোম্পানিটির বিনিয়োগ আছে। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক ইংরেজী শিক্ষক মা বলেছেন, অবসরে যাওয়া মানে যুগের শেষ নয়Ñ শুরু। তিনি আরও বলেন ‘আই লাভ এডুকেশন’। মাইক্রোসফটের বিল গেটস দ্বারা অনুপ্রাণিত মা একটি ব্যক্তিগত দাতব্য সংস্থা বানাতে চান বলে গত সপ্তাহে ব্লুমবার্গ টেলিভিশনকে জানিয়েছিলেন। ‘বিল গেটসের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। তার মতো এত ধনী কখনই হতে পারব না; কিন্তু একটা জিনিস পারব, আগেভাগে অবসরে যাওয়া। কোন একদিন, দ্রুতই শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার চিন্তা করছি আমি। এটা এমন একটা বিষয় সম্ভবত আলিবাবার প্রধান নির্বাহীর চেয়েও যেটা আমি ভালভাবে করতে পারব।’
×