ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন রূপে নিথর মাহবুব

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নতুন রূপে নিথর মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ কথা ছাড়াই নান্দনিক অভিনয়ে দর্শকদের হাসাতে এবং কাঁদাতে সক্ষম নিথর মাহবুব। এই অভিনেতা বাংলাদেশের অন্যতম মূকাভিনয় শিল্পী। গুণী এই শিল্পীকে দুরন্ত টিভি তাদের ‘দুরন্ত সময়’ অনুষ্ঠানে যুক্ত করেছে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানে প্রতি পর্বেই নতুন নতুন গেটাপে মূকাকু নামের একটি বিশেষ চরিত্রে তারা হাজির করবে নিথর মাহবুবকে। রাজধানীর কাওরান বাজারের বিএফডিসির নয় নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ চলছে। সেদিন থেকেই টানা ১৭ দিনের শূটিংয়ে অংশ নিয়েছেন নিথর মাহবুব। এটি নির্মাণ করছেন পার্থ প্রতীম। আনন্দের মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন পেশার সঙ্গে পরিচয় ঘটানো এবং পাশাপাশি শরীর চর্চা শেখানো এই অনুষ্ঠানের উদ্দেশ্য। বাংলাদেশের মূকাভিনয় শিল্পের অগ্রগতির এই সময়ে দুরন্ত টিভির মূকাকু চরিত্রটি মূকাভিনয় শিল্পের নতুন দাঁড় উন্মোচন করবে এবং শিল্পটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের। নিথর মাহবুব বলেন, মূকাকু চরিত্রে অভিনয় করব বলে গত তিন মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। মূকাকু চরিত্রটিকে প্রাণবন্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। যদিও অনেক পরিশ্রম যাচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত ভারি মেকাপ নিয়ে কাজ করছি। মূকাকুর অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেসব বাচ্চারা আমার সঙ্গে অভিনয় করছে মূকাকু এখন তাদের মুখে মুখে, তাদের প্রিয় একজন হয়ে গেছে মূকাকু। ইউনিটের সবার মুখে মুখেও শুধু মূকাকুর কা-কারখানা নিয়ে আলোচনা চলছে। বাচ্চাদের সঙ্গে অভিনয় করতে আমার ভীষণ ভাল লাগে। তাদের সঙ্গে সময়টা ভীষণ উপভোগ করি। দুরন্ত সময়ের সবাই খুব আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ। এই অনুষ্ঠানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার অভিনয় জীবনের এটা অনেক বড় এবং চ্যালেঞ্জিং একটি কাজ। এদিকে শীঘ্রই প্রচারে আসছে নিথর মাহবুবের বোম্বে সুইটসের তান্দুরী চানাচুরের বিজ্ঞাপনটি। ঈদের চারদিন আগে তিনি এই বিজ্ঞাপনের শূটিংয়ে অংশ নিয়েছিলেন। এটি নির্মাণ করেছিলেন ভাস্কর। এর আগে দুরন্ত টিভিতে ‘টিরিগির টক্কা’ ধারাবাহিকে বজলু চোর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান নিথর মাহবুব।
×