ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

দুই বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি শাহাবাগের পাঠক সমাবেশে প্রখ্যাত কবি হেলাল হাফিজের ‘যে জলে আগুন জ্বলে’ এবং শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশের ছড়া-কবিতাগ্রন্থ ‘আমি নাকি দুষ্টু ভীষণ’ দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন করেন কবি নূরুল হুদা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসলাম সানী, সুজন বড়ুয়া, আলম তালুকদার প্রমুখ। মোড়ক উন্মোচনের সময় কবি নূরুল হুদা বলেন, কবিতায় মানুষের অন্তরের না বলা কথা তুলে আনতে না পারলে সার্থকতা নেই। বিশ্বচরাচর সম্পর্কেও কবির তীক্ষ্মতা থাকা চাই। ‘আমি নাকি দুষ্টু ভীষণ’ বইটি সম্পর্কে তিনি বলেন, ছোটদের জন্য লেখা বড়দের লেখার চেয়েও কঠিন। এ কাজটি শিবুকান্তি দাশ অনেক বছর ধরে করে আসছে। সে জানে ছন্দের তাল, কোথায় তা দোলাতে হবে। অনুষ্ঠানে আবৃত্তি করেন কলকাতার বাচিক শিল্পী অলক বন্দ্যোপাধ্যায় ও নাদিরা খানম। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতা মুখোপাধ্যায়। এছাড়া পাঠ ও কথা বলেন, শিশুসাহিত্যিক আহসান মালেক, হুমায়ূন কবীর ঢালী, আবদুল মান্নান, শীলাব্রত বড়ুয়া, অধ্যক্ষ আবু তৈয়ব, মালেক মাহমুদ, এম আর মনজু, মোশতাক রায়হান, মুরাদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকাতার উতল হাওয়া পাবলিশার্সের কর্ণধার কবি ও গবষেক উল্লাস চট্টোপাধ্যায়। অনুষ্ঠান পরচিালনা করেন কবি মনিরুজ্জামান পলাশ। কবিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও কলরবমুখর।
×