ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু একাডেমিতে মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

শিশু একাডেমিতে মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে প্রতি বছরের মতো এবারও শিশুদের প্রতিভা অন্বেষণে দলগত পরিবেশনার মধ্য দিয়ে ৪১তম মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় পর্যায়ের চূড়ান্ত দলগত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দলগত জ্ঞান-জিজ্ঞাসা বিষয়ে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার শিশুরা, দলীয় নৃত্য (আঞ্চলিক) বিষয়ে রংপুর বিভাগের রংপুর জেলা, উপস্থিত বিতর্ক বিষয়ে রাজশাহী বিভাগের বগুড়া জেলা, দেয়ালিকা বিষয়ে খুলনা বিভাগের যশোর জেলা এবং সমবেত দেশাত্মবোধক জারিগান বিষয়ে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার শিশুরা দেশ সেরার পুরস্কার লাভ করে। অনুষ্ঠানের শুরুতে আনন্দ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। আনন্দ অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি ছিলেন কবি কাজী রোজি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। পরে প্রতিমন্ত্রী শিশুদের পুরস্কার তুলে দেন। ১৪ সেপ্টেম্বর শিশুদের দলগত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা নগরীর হাতিরঝিল ভ্রমণে অংশ নেয় এবং ঘুরে ঘুরে পুরো প্রজেক্ট দেখে। এর আগে সারাদেশের আটটি বিভাগের শিশুরা প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। প্রতিটি পর্যায়ের প্রথমস্থান অধিকারী দল পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। এবারের প্রতিযোগিতা পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে রয়েছে জ্ঞান-জিজ্ঞাসা, দলীয় নৃত্য (আঞ্চলিক), উপস্থিত বিতর্ক, দেয়ালিকা ও সমবেত দেশাত্মবোধক জারিগান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, প্রতিটি শিশুর প্রতিভা আছে, অভিভাবকদের শুধু শিশুদের পড়াশোনার দিকে গুরুত্ব দিলে চলবে না। শিশুরা আমাদের সম্পদ, শিশুদের প্রতিভা বিকাশের দিকেও বিশেষ যতœশীল হতে হবে। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন জানান, শিশুদের সৃজনশীল কাজগুলো সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করছে।
×