ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসছে তানিম রহমান অংশুর চলচ্চিত্র ‘স্বপ্নের ঘর’

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আসছে তানিম রহমান অংশুর চলচ্চিত্র ‘স্বপ্নের ঘর’

স্টাফ রিপোর্টার ॥ সেন্সর ছাড়পত্র পেল তানিম রহমান অংশুর চলচ্চিত্র ‘স্বপ্নের ঘর’। চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারি মম, শিমুল খান, নওশাবা প্রমুখ। চলচ্চিত্রের পরিচালক নিজেই ছাড়পত্র পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক শ্রম দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। একটি হৃদয় ছোঁয়া গল্প আছে এখানে। শিল্পীরাও চেষ্টা করেছেন ভাল লাগার মতো কাজ করার। আশা করছি চলচ্চিত্রটি উপভোগ্য হবে দর্শকদের কাছে। শীঘ্রই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে। যার মূল গল্পভাবনা অনীশ দাস অপু, তার সঙ্গে গল্পের চিত্রনাট্য করেছেন শাওন হক। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা অংশু বলেন, আমাদের দেশে এ ধরনের গল্পে চলচ্চিত্র সাধারণত নির্মিত হয় না। যেসব দর্শক সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, তারা একেবারেই নতুন কিছু পেতে যাচ্ছেন। চেষ্টা করেছি সব ধরনের দর্শকদের এন্টারটেইন করার। এ্যাকশন রোমান্টিক ফিল্মের দর্শকরাও চলচ্চিত্রটি পছন্দ করবেন সে চেষ্টাও করেছি। মিলন বলেন, নতুন এক দম্পতি একটি বাড়িতে গিয়ে ওঠে। এরপর ঘটতে থাকা নানা ঘটনা নিয়ে জমে উঠবে ছবির গল্প। সব দর্শকের এটি ভাল লাগবে বলে আশা করছি। এ চলচ্চিত্রের অভিনেতা শিমুল খান বলেন, চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ হলো এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। চলচ্চিত্রটি সবার ভাল লাগলে পুরো টিমের পরিশ্রম স্বার্থক হবে। চলচ্চিত্রে আরও দেখা যাবে নওশাবাকে। দুজনই গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে হাজির হবেন। নির্মাতা অংশুর ‘আদি’ চলচ্চিত্রটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। দুটি চলচ্চিত্রই পরপর মুক্তি পাবে বলে জানান এই নির্মাতা।
×