ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচপির হয়ে চার দিনের ম্যাচ খেলবেন আশরাফুল

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮

এইচপির হয়ে চার দিনের ম্যাচ খেলবেন আশরাফুল

স্পোর্টস রিপোর্টার ॥ হাই পারফর্মেন্স স্কোয়াড, ‘এ’ দল এবং এর বাইরের পারফর্মারদের নিয়ে ২৬ জনকে দুই দলে বিভক্ত করে একটি ম্যাচ আয়োজন করা হয়েছে। বুধবার খুলনায় চার দিনের ম্যাচে এইচপির সবুজ দল ও লাল দল মুখোমুখি হবে। ম্যাচ ফিক্সিংয়ের জন্য মোহাম্মদ আশরাফুল ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ করে ফেলেছেন সম্প্রতিই। তিনি এ ম্যাচে খেলবেন লাল দলের হয়ে। নিষেধাজ্ঞা শেষে আশরাফুল জানিয়েছিলেন জাতীয় দলে ফেরাই তার অন্যতম লক্ষ্য। সেজন্য একটি বড় সুযোগ পেলেন তিনি নিজের যোগ্যতা ও সামর্থ্যরে পরীক্ষা দেয়ার। তবে আশরাফুল অবশ্য এটিকে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রস্তুতি হিসেবেই দেখছেন। কিছুদিন আগে নিজের ফিটনেস টেস্ট দিয়ে বেশ ভাল করেছেন আশরাফুল। বিপ টেস্টে তার স্কোর ছিল ১১.৪। আর গত মৌসুমে ৫ সেঞ্চুরি হাঁকিয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন। এবার এইচপির হয়ে চার দিনের ম্যাচ খেলার সুযোগ পেলেন তিনি। খুলনায় ম্যাচটি খেলার জন্য ইতোমধ্যেই চলে গেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে এটিকে জাতীয় দলে ফেরার পরীক্ষা হিসেবে দেখছেন না তিনি। এর চেয়ে বরং ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আগে ভাল প্রস্তুতি হিসেবে নিচ্ছেন তিনি। আশরাফুল এ বিষয়ে বলেন, ‘জাতীয় দলে ফেরার জন্য এই ম্যাচ বড় সুযোগ, এমনটা মনে করছি না। তবে জাতীয় লীগের আগে নিজের প্রস্তুতিটা কেমন হলো সেটা যাচাই করতে পারব এই ম্যাচ দিয়ে। চেষ্টা করব এই ম্যাচে দীর্ঘক্ষণ উইকেটে টিকে থেকে ব্যাট করতে। আমি ধীরে ধীরে এগুতে চাই। এভাবে যে সুযোগগুলো সামনে আসবে, সেগুলোকে কাজে লাগাতে চাই। তাহলেই আমি মনে করি, কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব।’ এইচপি লাল দল ॥ মোহাম্মদ আশরাফুল, সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আল-আমিন, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, তানবীর হায়দার খান, তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম। এইচপি সবুজ দল ॥ ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফজলে রাব্বী, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বী, এবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন ও ইফতেখার সাজ্জাদ।
×