ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপ

মঙ্গোলিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮

মঙ্গোলিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপে মঙ্গোলিয়াকে ৩-১ সেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এই জয়ে আসরে শিরোপার লড়াইয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করে রাখল লাল-সবুজরা। শ্রীলঙ্কার কলম্বোতে সোমবারের এই খেলায় প্রথম সেটে লড়াই করে ২৫-২২ পয়েন্টে নিজেদের প্রথম সেট এবং ২৫-২৩ পয়েন্টে দ্বিতীয় সেট লুফে নেয় হরষিতরা। তৃতীয় সেটে দারুণ ফর্মে ফিরে মঙ্গোলিয়া ২৫-২৩ পয়েন্টে হরষিতদের উল্লাসকে রুখে দিয়ে তৃতীয় সেটটি জিতে নেয়, চতুর্থ সেটে বাংলাদেশ দল ২৫-১৯ সেটে জিতে ৩-১ সেটে মঙ্গোলিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে। সার্ভিসেস রেসলিং শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘সার্ভিসেস রেসলিং সপ্তম আসর। ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ২০টি ওজন শ্রেণীতে ২০০ কুস্তিগীর অংশ নেবেন। পুুরুষ বিভাগের ওজন শ্রেণীগুলো হলোÑ ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২, ৯৭ ও ১২৫ কেজি। মেয়েদের ওজন শ্রেণীগুলো হলোÑ ৫০, ৫৩, ৫৫, ৫৭, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭২ ও ৭৬ কেজি। প্রতিযোগিতায় অংশ নেয়া সার্ভিসেস দলগুলো হলোÑ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার।
×