ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিগুয়েইনের গোলে রক্ষা এসি মিলানের

প্রকাশিত: ০৬:৪১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

হিগুয়েইনের গোলে রক্ষা এসি মিলানের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আসলে গত কয়েক মৌসুম ধরেই লীগে রাজত্ব তাদের। এবারও সেই পথেই হাঁটছে তুরিনের ওল্ড লেডিরা। নতুন মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। রবিবার সাসুলোর বিপক্ষেও সহজ জয় পেয়েছে তারা। এদিনই প্রথম জুভেন্টাসের জার্সিতে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সাসুলোর বিপক্ষে ম্যাচে একাই দুই গোল করেন সি আর সেভেন। এদিন গোলের দেখা পেয়েছেন তার সাবেক ক্লাব সতীর্থ গঞ্জালো হিগুয়েইনও। আর এই গোলের সৌজন্যেই হিগুয়েইনের দল এসি মিলান ১-১ ব্যবধানে ড্র করেছে ক্যালিয়ারির সঙ্গে। ফলে এক পয়েন্ট নিয়েই বাড়ি ফিরে মিলান। এদিন নিজেদের মাঠে ক্যালিয়ারি এসি মিলানকে আতিথ্য দেয়। তবে ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই মিলানের জালে বল জড়ান ক্যালিয়ারির গেরালদিনো দোস সান্তোস গালভাও। প্রথমার্ধে গোল শোধরাতে না পারলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মিলান। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই মিলানের হয়ে সমতাসূচক গোলটি করে দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট উপহার দেন হিগুয়েইন। ২০০৭-১৩ সাল পর্যন্ত স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন হিগুয়েইন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ চার বছর একত্রে খেলার পরই রিয়াল মাদ্রিদ ছেড়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এরপর নেপোলি ঘুরে ২০১৬ সালে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন ৩০ বছরের এই তারকা ফুটবলার। গত গ্রীষ্মকালীন দল বদলে রিয়ালের সেই সতীর্থ রোনাল্ডো আবারও জুভেন্টাসে সঙ্গী হন হিগুয়েইনের। সি আর সেভেন জুভেন্টাসে যোগ দেয়ার পরই যেন কপাল পুড়ে হিগুয়েইনের। এবার জুভেন্টাসকেও বিদায় বলার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার জার্সিতে ৭৫ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই তারকা ফুটবলার। সম্প্রতি ইতালিয়ান সিরি এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে ধারে এসি মিলানে যোগ দেন তিনি। রোনাল্ডোর মতো নতুন ঠিকানায় গোল-খরায় ভুগছিলেন হিগুয়েইনও। তবে প্রথম দুই ম্যাচেই গোল না পেলেও তৃতীয় ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ক্যালিয়ারির মাঠ থেকে তার করা গোলেই গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরে এসি মিলান। রবিবার রোমা-চিয়েভো এবং উদিনেস তোরিনোর ম্যাচ দুটিও শেষ হয় সমতায়। নিজেদের মাঠে রোমা ২-২ ব্যবধানে ড্র করে চিয়েভোর সঙ্গে। আর তোরিনোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে বাড়ি ফিরে উদিনেস। তবে জেনোয়া ১-০ গোলে বোলোগনাকে হারায়। অন্য ম্যাচে ল্যাযিও একই ব্যবধানে হারায় এম্পোলিকে।
×