ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবাননের টানা দুই জয়

প্রকাশিত: ০৬:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

লেবাননের টানা দুই জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার এএফসি অ-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় খেলায় ফরোয়ার্ড জারা আসসাফের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে সংযুক্ত আরব আমিরাতকে ৬-৩ গোলে হারিয়েছে লেবানন। প্রথম খেলায় বাহরাইনের বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পেয়েছিল লেবানন। এর ফলে টানা দ্বিতীয় জয়ে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অপরদিকে টানা দুই ম্যাচ হারে এখনও পয়েন্টের দেখা পায়নি আমিরাত। ৯ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে ডি বক্সের বাইরে থেকে জারা আসসাফের নেয়া দূরপাল্লার শট আমিরাতের জালে জড়িয়ে যায় (১-০)। ২০ মিনিটে লেবাননের মিডফিল্ডার মারিয়া মানসুরের লম্বা থ্রু পাস থেকে বল পেয়ে ফরোয়ার্ড ফারাহ এল তায়ার ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে আমিরাতের গোলরক্ষককে পরাস্ত করে (২-০)। ৩৯ মিনিটে বামপ্রান্ত থেকে আমিরাতের স্ট্রাইকার সাদ খালেদের নেয়া গোলমুখে শট লেবানন গোলরক্ষক ফেরাতে ব্যর্থ হলে রিম আলমাহরি ডান পায়ে ফাঁকা পোস্টে বল ঠেলে দেয় (১-২)। ৪২ মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের শটে আমিরাত গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল পাঠায় জারা আসসাফ (৩-১)। ৪৫ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে কর্নার পায় আমিরাত। সাহাদ খালেদের নেয়া কর্নার লেবানন গোলসীমায় জটলার সৃষ্টি হয়। জটলা থেকে আমিরাতের স্ট্রাইকার ঘারিব আলমাজরুই ডান পায়ের শট বল জালে ঠেলে দেয় (২-৩)। প্রচ- গরমের কারণে প্রথমার্ধে দু’বার পানি পানের বিরতি দেন রেফারি। ঢাকার তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস থাকলেও আর্দ্রতা বেশি থাকায় দু’দলের খেলোয়াড়রা, এমনকি রেফারিও ক্লান্ত হয়ে পড়েন! ৪৭ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে লেবাননের ফরোয়ার্ড জারা আসসাফ (৪-২)। ৫২ মিনিটে একটি জোরালো আক্রমণ থেকে লেবাননের বদলি স্ট্রাইকার সিনতিয়া সালহা নিজের প্রথম এবং দলের পঞ্চম গোলটি করে (৫-২)। ৫৩ মিনিটে ডানপ্রান্ত থেকে ঘারিব আলমাজরুই’র নেয়া শট লেবাননের গোলরক্ষকের হাতে লেগে কিছুটা সামনে আসলে তা থেকে আমিরাত অধিনায়ক সাহাদ খালেদ ডান পায়ের শটে বল জালে পাঠায় (৩-৫)। ৬৫ মিনিটে আবারও পেনাল্টি পায় লেবানন। তা থেকে জারা আসসাফ নিজের চতুর্থ গোলটি করে (৬-৩)। একই মাঠে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক বাংলাদেশের মোকাবেলা করবে আমিরাত। ম্যাচ শেষে লেবাননের ফরোয়ার্ড জারা আসসাফের ভাষ্য, ‘খেলার শুরুতেই পেনাল্টি মিস করি। তারপরও দলের সবাই আমাকে উৎসাহ জুগিয়ে গেছে। তাদের অনুপ্রেরণায়ই এ ম্যাচে চার গোল করি।’
×