ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওসাকা এখন আরও পরিপক্ব

প্রকাশিত: ০৬:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

ওসাকা এখন আরও পরিপক্ব

জিএম মোস্তফা ॥ ইউএস ওপেনেই নতুন ইতিহাস গড়েছেন নাওমি ওসাকা। জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়েন তিনি। শিরোপার লড়াইয়ে বিশ বছরের এই তরুণী পরাজিত করেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে। ওসাকার কাছে হেরে চরম ক্ষুব্ধ সেরেনা বিতর্কিত ঘটনার জন্ম দেন। ম্যাচের শেষে চেয়ার আম্পায়ার কার্লোস রামোসের সঙ্গে হাত মেলাননি তিনি। শুধু তাই নয়, এ সময় আম্পায়ারকে ‘চোর’ বলেও মন্তব্য করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড়। সেরেনার এমন সব আচরণের কারণে বিশ্ব গণমাধ্যমে ‘ছায়া’ হয়ে পড়ে নাওমি ওসাকার অবিস্মরণীয় কীর্তি। তবে এসবে কোন অনুশোচনা নেই জাপানী টেনিসের প্রতিভাবান এই খেলোয়াড়ের। নাওমি ওসাকা এই মুহূর্তে প্যানপ্যাসিফিক ওপেন নিয়ে ব্যস্ত। নিজের দেশের এই টুর্নামেন্টে গত কয়েক মৌসুম ধরেই ভাল খেলছেন তিনি। শুধু তাই নয়, ২০১৬ সালে জাপান ওপেনের ফাইনালেও খেলেছিলেন ওসাকা। কিন্তু দুর্ভাগ্য তার, শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হন। ফাইনালে সেবার ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরে যান ওসাকা। তবে এবার ফেবারিটের তকমাটা গায়ে মেখেই কোর্টে নামছেন তিনি। শুধু তাই নয়, মানসিকভাবেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন স্বাগতিক দেশের এই খেলোয়াড়। এই টুর্নামেন্টের কোর্টে নামার আগেই নাওমি ওসাকা জানিয়েছেন অতীত থেকে শিক্ষা নিয়েই এবার লড়াইয়ে নামবেন তিনি। ওসাকা জানালেন তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্বও। ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ওসাকার ভাষ্যমতে, ‘সেই সময় আর এই সময়ের মধ্যে আমি অসংখ্য ম্যাচ খেলেছি। আগের চেয়ে এখন আমি পরিপক্বও বেশ। তাই অবশ্যই আশা করি সেইসব অভিজ্ঞতা আমাকে দারুণভাবে সহায়তা করবে। আগের চেয়ে এখন আমার আত্মবিশ্বাসটাও বেশি। এখানে দীর্ঘ সময় ধরেই খেলেছি আমি। একবার টুর্নামেন্টের ফাইনালও খেলেছি। যে কারণে আমার কাছে এই টুর্নামেন্টটা খুব স্পেশাল।’ জাপানের এই টুর্নামেন্টে ওসাকা ছাড়াও ফেবারিট হিসেবে কোর্টে নামবেন ক্যারোলিন ওজনিয়াকি। কেননা, প্যানপ্যাসিফিক ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন তিনি। ড্যানিশ এই টেনিস তারকার সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। তবে শিরোপা ধরে রাখতে পারবেন কী বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা? অপেক্ষা এখন সেটাই দেখার। যদিওবা এ বছরের শুরুটা দুর্দান্ত করেছিলেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে এ মৌসুমেই যে প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন ওজনিয়াকি। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে স্বপ্নের শিরোপায় চুমো আকেন ক্যারোলিন ওজনিয়াকি। অস্ট্রেলিয়ান ওপেনে ওজনিয়াকির কাছে হ্যালেপ হেরে গেলেও ফ্রেঞ্চ ওপেনে আর ভুল করেননি। রোঁলা গ্যারোয় ক্যারিয়ারের প্রথম শিরোপার স্বাদ পান রোমানিয়ান তারকা। কিন্তু দুর্ভাগ্য তার। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই নাম্বার ওয়ান তারকা সদ্যসমাপ্ত ইউএস ওপেনের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, শীর্ষস্থান ধরে রেখেছেন ঠিকই। অন্যদিকে, ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে র‌্যাঙ্কিংয়ে ব্যাপক অগ্রগতি হয় ওসাকার। ১৯ থেকে এক লাফে সাতে ওঠে আসেন জাপানের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। তার লক্ষ্য এখন শীর্ষ পাঁচ। এ বছরের শেষ মেজর টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসেও খেলার স্বপ্ন দেখছেন নাওমি ওসাকা। এছাড়া, গত সপ্তাহে দেশে ফেরার পর জাপানী তারকা জানান, ২০২০ অলিম্পিকের স্বর্ণপদকও জিততে চান তিনি। সে বছরে তার দেশই যে ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের আয়োজক। তাই স্বপ্নটা দেখতেই পারেন ইউএস ওপেনে চমক উপহার দেয়া নাওমি ওসাকা। প্যানপ্যাসিফিক ওপেনে ডোমিনিকা সিবুলকোভার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবেন যিনি।
×