ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইস্কুল সরকারী হওয়ায় শোভাযাত্রা

প্রকাশিত: ০৬:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

হাইস্কুল সরকারী হওয়ায় শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর ॥ দৌলতপুর পাইলট হাইস্কুল সরকারী হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে দৌলতপুর পাইলট হাইস্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণের অংশগ্রহণে স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি থানা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর পাইলট হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোফাজ্জল হক ও প্রধান শিক্ষক ফরাত আলী। জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ সেপ্টেম্বর ॥ জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন পৃথিবী উঞ্চতার দিকে ধাবিত হচ্ছে। সেই জলবায়ু পরিবর্তনের ফলে স্থানচ্যুত বাস্তুহারা মানুষগুলোকে পুনর্বাসন করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কর্মরত এনজিও সংস্থা ইপসার উদ্যোগে সোমবার অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপসার উপ-পরিচালক মোঃ শাহজাহান। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইপসার কর্মকর্তা মোরশেদ মোল্লা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ উপস্থিত ছিলেন।
×