ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনগণ নয়, ষড়যন্ত্রের প্রতি আস্থা বিএনপির ॥ হানিফ

প্রকাশিত: ০৬:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

জনগণ নয়, ষড়যন্ত্রের প্রতি আস্থা বিএনপির ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির প্রত্যেকটি দাবি জনবিচ্ছিন্ন, ব্যক্তিগত ক্ষমতায় যাওয়ার কৌশল। তাই বিএনপির দাবির প্রতি জনগণের সমর্থন না থাকায় তারা কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারী কলেজের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না’- বিএনপি নেতা মওদুদ আহমদের এ মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ২০১৩ সালে মানবতাবিরোধীদের বিচার শুরু হওয়ার পর থেকে বিএনপি-জামায়াত বিচার বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ২০১৫ সালে দেশকে অস্থিতিশীল এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, এদেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। ষড়যন্ত্রের প্রতিই তাদের আস্থা। ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ কখনই তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হানিফ বলেন, বাংলাদেশের সেরা চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। এর বাইরে উনার ব্যক্তিগত চিকিৎসক কোন পর্যায়ে আছেন যে উনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছেন না। এর মাধ্যমে প্রমাণিত হয় তারা চিকিৎসা নিয়েও রাজনীতি করতে চায়।
×