ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় শেখ রাসেল সেতুসহ বিস্তীর্ণ জনপদ ভাঙ্গন থেকে রক্ষার দাবি

প্রকাশিত: ০৬:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

কুষ্টিয়ায় শেখ রাসেল সেতুসহ বিস্তীর্ণ জনপদ ভাঙ্গন থেকে রক্ষার দাবি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৭ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর ভাঙ্গনের ফলে হুমকির মুখে থাকা সদ্যনির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতুসহ বিস্তীর্ণ জনপদ রক্ষার দাবিতে সোমবার বেলা ১১টার দিকে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ ও নদীভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যেগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। গড়াই নদীর বাম তীরে শেখ রাসেল সেতুর নিচে নদী ভাঙ্গন এলাকায় এই কর্মসূচীতে সর্বস্তরের নারী পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। ইউনিয়নের চেয়ারম্যান এম সম্পা মাহমুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটির সদস্য সচিব হাসান আলী। এসময় দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোধন থিয়েটারের প্রতিষ্ঠাতা লালিম হক, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, হাটশ পরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি অসম্পূর্ণ ডিজাইনে কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু নির্মাণ করার ফলেই গড়াই নদী তার গতিপথ পরিবর্তনের সূচনা করেছে। যার পরিণতিতে শেখ রাসেল সেতুসহ বিস্তীর্ণ জনপদ এখন হুমকির মুখে পড়েছে। কিন্তু সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এগিয়ে না আসায় দিন দিন সমস্যা আরও প্রকট হচ্ছে।
×