ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদকে জড়িত হলেই চাকরিচ্যুতি

প্রকাশিত: ০৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

মাদকে জড়িত হলেই চাকরিচ্যুতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দুপুরে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ পুলিশ সুপার আনিসুর রহমান। এ সময় পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে কর্মরত পুলিশের কোন সদস্য মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে চাকরিচ্যুত করা হবে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, মহানগর শাখার সভাপতি সোলায়মান মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ্ নিজাম প্রমুখ। ভিক্ষুক পুনর্বাসনে সভা স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নুরুন নাহার, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার উপজেলা ফিন্ড অফিসার তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। সভায় উপজেলাকে সম্পুর্ণরূপে ভিক্ষুকমুক্ত করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
×