ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

ফটিকছড়িতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৭ সেপ্টেম্বর ॥ উপজেলা সদরের ধুরুং নদীর বাঁধ দেখতে গিয়ে আরাফাত (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। সোমবার দুপুরে ধুরুং খাল পাড় হতে গিয়ে পানির স্র্রোতে তাকে ভেসে নিয়ে যায়। সে স্থানীয় করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী। স্থানীয় সূত্রগুলো জানায়, উক্ত বিদ্যালয়ের চার বন্ধু মিলে ধুরুং খালের বাঁধ দেখতে যায়। এ সময় তারা একপাড় থেকে অন্য পাড়ে নদী অতিক্রম করে যাবার সময় অন্য তিন বন্ধু পার হয়ে গেলেও নদীর স্রোতে গভীরতম স্থানে চলে যায় আরাফাত। এ সময় আরাফাত পানির স্রোতে দূরে চলে গেলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়ায় শিশু নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামে পানিতে ডুবে সাত বছরের শিশু তৈয়বার মুত্যৃ হয়েছে। সোমবার দুপুরে এঘটনা ঘটে। আল-অমিনের মেয়ে তৈয়বা সবার অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে চার দোকান পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জানা গেছে, রাত দুইটার দিকে ওই এলাকার ব্যবসায়ী সোহেল রানার ‘মা ভ্যারাইটিজ’ স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
×