ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৬:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নাটোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ সেপ্টেম্বর ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম (৩৪) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিরাজুল উপজেলার বালিয়া গ্রামের আঃ সাত্তারের ছেলে। র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৫, সিপিসি-২’র কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেনের নেতৃত্বে বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখানে কিছু লোকের আনাগোনা দেখে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু ৩-৪ জন র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব পাল্টাগুলি ছুড়লে সিরাজুল নামে একজন গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আহতকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন, ৫৩০ ইয়াবা এবং নগদ ৩২০৫ টাকা জব্দ করা হয়। সিরাজুলের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
×