ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে দুর্বৃত্তদের গুলিতে কার চালকসহ ৩ হিজড়া আহত

প্রকাশিত: ০৬:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

সাভারে দুর্বৃত্তদের গুলিতে কার চালকসহ ৩ হিজড়া আহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে প্রাইভেটকার চালক ও ৩ হিজড়া আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ‘মরাগাং’ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছে- হিজড়াদের দলনেতা আব্দুলাহ ওরফে রাশিদা, শিখা, এলাইচ ও গাড়িচালক নুরুনবী। চাঞ্চল্যকর বাবু সোনা হত্যা মামলার চার্জশীট দাখিল নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ সেপ্টেম্বর ॥ রংপুরের বিশেষ জজ আদালতের পিপি আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধা ভৌমিক এবং তার প্রেমিক কামরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়া হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কামরুল ও দীপা ছাড়াও এ মামলায় অভিযুক্ত অপর ৪ জন আসামির মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত মিলনসহ অপর ৪ আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রংপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হলেও সোমবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেন। তিনি জানান, এ মামলায় ৮০০ পৃষ্ঠার বেশি নথিপত্র আদালতে জমা দেয়া হয়েছে। ৫ মাস ১২ দিনের মাথায় চার্জশীট দেয়া হয়েছে। সরাইলে জামায়াতের আমির গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গোপন বৈঠকের সময় সরাইল উপজেলা জামায়াতের আমির কুতুব উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুতুব উদ্দিন কুট্টাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, শহরের কাজীপাড়া এলাকায় সরাইল উপজেলার জামায়াতের আমিরসহ অন্যরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর থানা পুলিশ।
×