ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিয়ের ভয়ে ঘরে তালা ঝুলিয়ে প্রেমিক চম্পট

প্রকাশিত: ০৬:০০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বিয়ের ভয়ে ঘরে তালা ঝুলিয়ে প্রেমিক চম্পট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোবাইলের মাধ্যমে পরিচয়। এরপর প্রেমের সম্পর্কের নামে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করায় এক ছাত্রী এবার অবস্থান নিয়েছে প্রেমিকের বাড়িতে। তবে তার আগেই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে কথিত প্রেমিক ও তার বাবা মা। ফলে ওই বাড়ির দরজায় অনশন শুরু করেছে ওই ছাত্রী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের হিমেল নামে এক যুবকের প্রেমের ফাঁদে পড়েই অবশেষে ওই ছাত্রী অনশন শুরু করেছে। সে একই উপজেলার তালবাড়িয়া গ্রামের মেয়ে। প্রতারণার শিকার ওই ছাত্রী জানায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে সারদা মহাবিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেলের সঙ্গে ৫ মাস আগে তার মোবাইল ফোনে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর হিমেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত ৩ মাস ধরে হিমেল তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সর্বশেষ রবিবার রাতে হিমেলে তাকে (মেয়েটিকে) মোবাইল ফোনে ডেকে তার বাড়ির পাশে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের দেখতে পেলে হিমেলে মেয়েটিকে রেখে পালিয়ে যায়। পরে মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিক হিমেলের বাড়িতে গেলে হিমেলের পরিবার মেয়েটিকে বাড়িতে প্রবেশে বাধা দেয়। নিরুপায় মেয়েটি ওই রাত থেকেই বিয়ের দাবিতে হিমেলের বাড়ির সামনে অবস্থান নেয়। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে হিমেলের পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম বাদশা বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। তবে মেয়েটি যাতে সুষ্ঠু বিচার পায় সেজন্য আইনপ্রয়োগকারী সংস্থা, উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসা দরকার। মেয়েটির সুষ্ঠু বিচারের জন্য তিনি পাশে থাকবেন বলেও জানান। চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বলেন, শুনেছি মেয়েটি অনশন করছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পঠানো হয়েছে।
×