ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেট্রোল বোমায় আহতসহ ১২ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

পেট্রোল বোমায় আহতসহ ১২ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীর ছোড়া পেট্রোল বোমায় আহতদের পরিবার, গুরুতর অসুস্থ দলের নেতাকর্মী, চিকিৎসাধীন সাবেক জাতীয় ফুটবলার, নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ১২ জনকে ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। খবর বাসসর। অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন আছেন। তিনি ট্রাকচালকের সহযোগী ছিলেন। একই জেলার সরাইলের সালাম বেগমের স্বামী মনু মিয়া ছিলেন ট্রাকচালক। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় তিনিও আহত হয়েছিলেন। অনুদান গ্রহণকারী বীণা পারভীনের স্বামী মোঃ জালাল উদ্দিন ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অসুস্থ সদস্য ফজলুর রহমান ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×