ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসছে স্মার্ট ঘড়ির দিন

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আসছে স্মার্ট ঘড়ির দিন

পরিধানযোগ্য ডিভাইসের মধ্যে স্মার্ট ঘড়ি আগামী কয়েক বছরে শীর্ষস্থান দখল করবে। ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) হিসাব বলছে, ২০২২ সালে বাজারে পরিধানযোগ্য যত ডিভাইস থাকবে, তার অর্ধেকই হবে স্মার্ট ঘড়ি। সব মিলিয়ে ২০১৮ সালে বাজারে ৪ কোটি ৬২ লাখ স্মার্ট ঘড়ি আসবে। যা গত বছরের তুলনায় ৩৮ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২২ সালে বাজারে আসা স্মার্ট ঘড়ির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ কোটি ৪৩ লাখে। আর এতেই পরিধানযোগ্য ডিভাইস বাজারের অর্ধেকটা স্মার্ট ঘড়ির দখলে থাকবে। স্মার্ট ঘড়ির বাজারে এ্যাপল স্মার্ট ঘড়ি রাজত্ব করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি বাজারে আসা নতুন মডেলটি গ্রাহকদের বেশ আকৃষ্ট করেছে। বিশেষ করে হৃদরোগীদের আগ্রহের কেন্দ্রতে রয়েছে এই স্মার্ট ঘড়ি। ভবিষ্যতে নতুন কিছু ফিচার যুক্ত করলে ব্যবহারকারীরা স্মার্টওয়াচের প্রতি আরও বেশি ঝুঁকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×