ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন পণ্য আনছে বসুন্ধরা পেপার

প্রকাশিত: ০৫:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নতুন পণ্য আনছে বসুন্ধরা পেপার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলসের নতুন পণ্য হিসেবে এক্সট্রিম মশার কয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন এই প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ কয়েল উৎপাদন সম্ভব। কোম্পানিটি বছরে ৩৬ কোটি বক্স কয়েল উৎপাদন করতে পারবে বলে ধারণা করছে। কোম্পানিটি আশা করছে, এই পণ্য বাজারজাত করার পর কোম্পানিটির বছরে প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব বাড়বে। উল্লেখ্য, বসুন্ধরা পেপার মিলস ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×