ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্লাস্টিক বর্জ্যরে নৌকা

প্রকাশিত: ০৫:৫০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

প্লাস্টিক বর্জ্যরে নৌকা

সমুদ্রে উদ্বেগজনক হারে বাড়তে থাকা প্লাস্টিক বর্জ্যরে বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কেনিয়ার লামু দ্বীপবাসী প্লাস্টিক দিয়ে একটি নৌকা বানিয়ে ফেলেছে। গত বছর কেনিয়া সরকার প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করতে বিশ্বের সবচেয়ে কঠোর আইন জারি করে। সেখানে প্লাস্টিক ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। ১০ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য দিয়ে নয় মিটার লম্বা এ নৌকা তৈরি করা হয়েছে -ইয়াহু নিউজ ২৮ শতাংশেরও বেশি বয়স্ক জাপানে সরকারী হিসেবে বয়স্ক মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২৮ শতাংশেরও বেশি। এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। রবিবার দেশটির সরকার জানায়, যাদের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি এদের সংখ্যা মোট জনসংখ্যার ২৮ দশমিক ১ শতাংশ। জাতিসংঘের হিসেব মতে, জাপানের এই সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যেখানে এই হার ইতালিতে ২৩ দশমিক তিন শতাংশ, পর্তুগালে ২১ দশমিক ৯ শতাংশ এবং জার্মানিতে ২১ দশমিক ৭ শতাংশ। -এএফপি
×