ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৫:৫০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

ড্রাগন ট্রায়াঙ্গল! প্রশান্ত মহাসাগরে জাপানের উপকূলের কাছেই এই ‘ডেভিল সি’ বা ড্রাগন ট্রায়াঙ্গলের ভৌগোলিক অবস্থান। বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে। এটি জাপানের দক্ষিণে। টোকিও থেকে ১০০ কিমি দূরে মিয়াকের কাছেই অবস্থিত। পঞ্চাশের দশক থেকেই সেখানে অসংখ্য জাহাজ উধাও হয়েছে। খোঁজ করতে গিয়েও ফিরে আসেননি কেউই। জাপান ও ফিলিপিন্সের সীমান্তে জাপানের ইয়োকাহামা থেকে ফিলিপিন্সের গুয়াম পর্যন্ত, গুয়াম থেকে মারিয়ানা, আবার সেখান থেকে ইয়োকাহামা পর্যন্ত ‘মা নো উমি’ বা ‘ডেভিল সি’ বিস্তৃত। ১৯৫২-১৯৫৪ সাল নাগাদ পরপর বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যাওয়ার সময় প্রায় ৭০ সৈন্যও গায়েব হয়ে যান। কারও আর খোঁজই মেলেনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ৫০০টি বিমান, ১০টি যুদ্ধজাহাজ, ১০টি নৌযান ওই এলাকাতেই ধ্বংস হয় বা হারিয়ে যায়। রহস্য সন্ধানে কায়ো মারু নামে একটি জাহাজ পাঠিয়েছিল জাপান। সেখানে ছিলেন শুধুই বিজ্ঞানীরা। রহস্যভেদ করতে গিয়ে তারাও আর ফিরে আসেননি। - এনসিয়েন্ট মিসটেরিস দীর্ঘ ১২ বছর পর ফুটল! ভারতের কেরল রাজ্যের কাননদেবন পাহাড়ে ফুটতে শুরু করেছে নীলকুরিঞ্জি ফুল। ১২ বছর পর পর ফোটে এই ফুল। সময় আগস্ট থেকে অক্টোবর। এই ফুল দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন সেখানে। স্থানীয় মুন্নারের আশপাশ অঞ্চলে ফুটতে শুরু করেছে এই ফুল। বৃষ্টি কমে সেখানে এখন রোদ। পরিষ্কার আকাশ আর অল্প-স্বল্প বৃষ্টিতেই ডানা মেলছে নীলকুরিঞ্জি। সমুদ্রতল থেকে ১৩০০ মিটার উচ্চতার ওপরে এই ফুলের দেখা যায়। মুন্নারের উচ্চতা ১৬০০ মিটার, তাই এখানেই এই ফুল দেখা যায় সবচেয়ে বেশি। শেষবার এই ফুল ফুটেছিল ২০০৬ সালে। - দ্য হিন্দু
×