ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে যৌথ মহড়ায় নেপাল

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০১৮

চীনের সঙ্গে যৌথ মহড়ায় নেপাল

নেপালী সেনাবাহিনীর একজন কর্নেলের নেতৃত্বে ১৬ সৈন্যের একটি কন্টিনজেন্ট সোমবার থেকে চীনে শুরু হওয়া একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এজন্য তারা পুনেতে সপ্তাহব্যাপী চলা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর যৌথ মহড়া থেকে নাম প্রত্যাহার করে নেয়। মহড়াটি শুরু হওয়ার একদিন আগে সিদ্ধান্তটি জানায় নেপালী কর্তৃপক্ষ। নেপালী সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার গোকুল বাহানদারি জানান, চীনের সিচুয়ান প্রদেশের চেংডুতে সোমবার থেকে শুরু হওয়া যৌথ সামরিক মহড়ার উদ্দেশে একজন কর্নেলের অধীনে ১৬ সদস্যের একটি দল সেখানে যোগ দিয়েছে। সেখানে তারা দুদেশের মধ্যে অনুষ্ঠিত ‘সাগরমাথা ফ্রেন্ডশিপ-২’ যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। -ইন্ডিয়ান এক্সপ্রেস যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের অবনতি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্কের অবনতি ঘটে চলেছে। চলতি বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট হওয়ার পর টেলিসার নেটওয়ার্কের সঙ্গে তার প্রথম সাক্ষাতকারে ডিয়াজ-কানেল বলেন, ‘বর্তমানে সম্পর্ক ক্ষয়িষ্ণু । আমরা এখনও সংলাপের চ্যানেলগুলো রক্ষা করে চলেছি। -ইয়াহু নিউজ
×