ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন প্রজাতির মাছ

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নতুন প্রজাতির মাছ

সমুদ্রের রহস্য উদ্ঘাটনে যুগের পর যুগ গবেষণা চালিয়েও সব রহস্য জানা সম্ভব হয়নি। সমুদ্রে রয়েছে এমন সব আশ্চর্য প্রাণী, যাদের অস্তিত্ব যতদিন না জানা গিয়েছিল, অবিশ্বাস্য মনে হতো। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন হলো নতুন এক অদ্ভুত মাছের। আপাতত তার নাম রাখা হয়েছে আটাকামা স্নেইল ফিশ। এটি এমন এক মাছ যার শরীর অদ্ভুত স্বচ্ছ। শরীরে কাঁটার সংখ্যাও নগণ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ হাজার ফুট নিচে এদের বাস। সারা পৃথিবীতে ৪০০’র বেশি স্নেইল ফিশের প্রজাতি রয়েছে। কিন্তু আটাকামা স্নেইল ফিশ সত্যিই আলাদা। পৃথিবীর গভীর তলদেশে বাস করা এ মাছ মোটামুটি তিন রংয়ের (গাঢ় নীল, গোলাপি ও পার্পল)। তাদের নরম শরীরই তাদের প্রতিবন্ধক হয়ে ওঠে সমুদ্রের উপরে। দেখা গেছে, সমুদ্রপৃষ্ঠে আনা হলে সেখানকার তাপমাত্রায় এরা গলে যায়। ঘুটঘুটে অন্ধকারে বরফের মতো ঠা-া ও প্রচ- পানির চাপেও এই মাছগুলো বেঁচে থাকে অনায়াসে। লম্বায় এরা ১ ফুটেরও কম দীর্ঘ। আর এদের শরীরে কানের দিকে মাত্র একটা হাড় আছে। - গার্ডিয়ান
×