ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানেল নির্মাণ শেষ হলে ৫০ বছর এগিয়ে যাবে চট্টগ্রাম ॥ চউক চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

টানেল নির্মাণ শেষ হলে ৫০ বছর এগিয়ে যাবে চট্টগ্রাম ॥ চউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রাম নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের অগ্নিপরীক্ষা। বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে, নাকি স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক চেতনায় পরিচালিত হবে, তা এখনই উপলব্ধির সময়। সরকারের সকল উন্নয়ন কর্মকা-ের চিত্র জনগণের মাঝে তুলে ধরতে হবে। অপরদিকে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের কাজ শেষ হলে চট্টগ্রাম ৫০ বছর এগিয়ে যাবে। তিনি চলমান উন্নয়নের কারণে জনগণের সাময়িক দুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, উন্নয়ন কর্মকা- হাতে নেয়া ও পরিচালনা করা কঠিন প্রক্রিয়া। কিন্তু আমরা ভয় পাইনি। অতীতের সরকারগুলো যে কোন কারণেই হোক, চট্টগ্রাম নগরীর উন্নয়নে কোন মেগা প্রকল্প হাতে নেয়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং মহানগর আওয়ামী লীগের ত্রিপক্ষীয় বৈঠকে চসিক মেয়র ও চউক চেয়ারম্যান কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের নেতারা। চসিক মেয়র বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনের পূর্বে চলমান উন্নয়ন কর্মকা- নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই এ বিষয়ে সবসময় সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা সরকারের উন্নয়ন কর্মকা- বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। সরকারের অংশ বিশেষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সকল আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকা- আজ শুধু দেশে নয়। বিশ্বে সমাদৃত হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, আমার অন্যতম যোগ্যতা আমি একজন রাজনৈতিক কর্মী। আমি মনে করি, এই পরিচয় ছাড়া প্রধানমন্ত্রীর আমাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেয়ার কোন কারণ ছিল না। এ নগরে ৬৫ লাখ মানুষ অর্থাৎ ১২ লাখ পরিবারের বসবাস। তাদের চাওয়া পরিবেশবান্ধব জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন একটি নগরী। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের উন্নয়ন কর্মকা-ের সুফল জনগণকে পৌঁছে দেয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ওয়াসা, পিডিবি, কর্ণফুলী গ্যাস, ট্যানেল নির্মাণসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকা- পরিচালনা করছে, যার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণকে ছাড়া বিকল্প কিছু চিন্তা করে না। চট্টগ্রামের উন্নয়ন অগ্রগতি ও এর প্রসারে চউক চেয়ারম্যানের তৎপরতা ॥ এর আগে রবিবার নগরীর পাঁচলাইশে এক মতবিনিময় সভায় চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, গত ৯ বছরে উন্নয়নের রেকর্ড গড়েছে সরকার। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি নয়। বিদেশে বাংলাদেশীরা মর্যাদার আসনে রয়েছে। চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন করছে সেনাবাহিনী। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।
×