ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিয়োগের ২৭ বছর পর পদোন্নতি পেলেন ৪২০ শিক্ষক

প্রকাশিত: ০৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নিয়োগের ২৭ বছর পর পদোন্নতি পেলেন ৪২০ শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥ নিয়োগের ২৭ বছর পর অবশেষে পদোন্নতি পেলেন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন সহকারী শিক্ষক। তাদের মধ্যে ৩৭১ জন পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক এবং ৫২ জন সহকারী মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (সরকারী মাধ্যমিক) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত পদোন্নতি-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, মামলা, পদমর্যাদা পরিবর্তন হওয়াসহ নানা জটিলতায় সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি স্থগিত ছিল। এ কারণে গত ৮ বছর ধরে এ পর্যায়ের শিক্ষকরা পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। নিয়োগের ২৭ বছর পার হলেও এসব শিক্ষকদের পদোন্নতি দেয়া সম্ভব হয়নি। সরকারী হওয়া কলেজে ৭৩ শিক্ষকের এডহক নিয়োগ ॥ দেশের তিন জেলার সরকারীকৃত তিনটি কলেজে ৭৩ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পৃথক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাজধানীর পল্লবীর সরকারী বঙ্গবন্ধু কলেজে ২৫ জন শিক্ষককে, কিশোরগঞ্জ ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজে ১৪ জন এবং টাঙ্গাইল সখিপুরের সরকারী মুজিব কলেজে ৩৪ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
×