ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোচিং সেন্টারে গোপন বৈঠক, ১৫ শিবির নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৫:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে কোচিং সেন্টারে গোপন বৈঠক, ১৫ শিবির নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নাশকতার উদ্দেশ্যে প্রত্যয় কোচিং সেন্টারে বৈঠক করার সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার পুলিশ সাগরিকা মুরগির ফার্ম এলাকায় অভিযান চালায় রবিবার রাতে। ছবিলা মঞ্জিলের নিচ তলায় অভিযান চালিয়ে ১৫ জন ছাত্র শিবিরের নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাদের কাছ থেকে সরকারবিরোধী উস্কানিমূলক বই, কর্মশালার বিভিন্ন রিপোর্ট, ১৯৭টি বিভিন্ন লিফলেট ও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, আবারও নগরীর বিভিন্ন স্থানে গোপন বৈঠকের মাধ্যমে ছাত্র শিবির সক্রিয় হওয়ার চেষ্টা করছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন বৈঠকের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সাগরিকা মুরগির ফার্ম এলাকার শহীদ নগরের ছবিলা মঞ্জিলের নিচ তলায় প্রত্যয় কোচিং সেন্টারের অবস্থান। কোচিং সেন্টারের অফিস কক্ষে ২০-২৫ জনের একটি দল রবিবার সন্ধ্যায় বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নিয়ে পুলিশ সদস্যরা জামায়াতে ইসলামী বাংলাদেশের ১১ নং পাহাড়তলী ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম, কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আব্দুল বারেকসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। কয়েকজন পালিয়ে গেলেও তাদের পরিচয় মিলেছে। রাতে এসআই অর্ণব বড়ুয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলার পর গ্রেফতারকৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে সোমবার।
×