ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৩ মডেল মাদ্রাসা সরকারী করার দাবিতে বড় কর্মসূচীর পরিকল্পনা

প্রকাশিত: ০৫:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

৩৩ মডেল মাদ্রাসা সরকারী করার দাবিতে বড় কর্মসূচীর পরিকল্পনা

স্টাফ রিপোর্টার ॥ সরকারী করার দাবিতে বড় ধরনের কর্মসূচীতে যাওয়ার পরিকল্পনা করছে দেশের ৩৩ মডেল মাদ্রাসা। কর্মসূচী পালনের আগে তারা সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে। সরকার তাদের মাদ্রাসাগুলো সরকারী না করলে বড় ধরনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মডেল মাদ্রাসা সরকারীকরণ বাস্তবায়ন কমিটি। সোমবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে মডেল মাদ্রাসা কমিটি বড় ধরনের বৈঠক করেছে। বৈঠকে প্রত্যেকটি মাদ্রাসার প্রতিনিধি ছাড়াও অধিকাংশ মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বিরতিহীনভাবে প্রায় দুই ঘণ্টা সেই বৈঠক চলে। বৈঠকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাগুলোকে সরকারীকরণের দাবি জানানো হয়। সে লক্ষ্য কমিটি একটি কর্মপরিকল্পনাও তৈরি করে। সভায় মডেল মাদ্রাসা সরকারীকরণ বাস্তবায়ন কমিটির সভাপতি ফরিদপুরের ভাঙ্গার ইকামাতে দ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আবু ইউসুফ মৃধা বলেন, সারাদেশে সাড়ে নয় হাজার মাদ্রাসা আছে। তার মধ্যে সরকার দেশের ৬৪টি জেলায় থাকা মাদ্রাসাগুলোর মধ্য থেকে বাছাই করে মডেল মাদ্রাসাগুলো নির্বাচন করে। মূলত পড়াশোনার মান, পরিবেশসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সরকার এমন ক্যাটাগরি করেছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছে।
×