ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার মেডিক্যাল বোর্ড সরকারের ইচ্ছা অনুসারে প্রতিবেদন দিয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

খালেদার মেডিক্যাল বোর্ড সরকারের ইচ্ছা অনুসারে প্রতিবেদন দিয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সরকারের ইচ্ছা অনুযায়ী প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী সংবাদ সম্মেলনে বলেন বিএনপি প্রধানে স্বাস্থ্য পরীক্ষা করে যে প্রতিবেদন দেয়া হয়েছে তাতে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। দেশনেত্রীর অসুস্থতা গঠিত মেডিক্যাল বোর্ডের বক্তব্য স্ববিরোধী এবং সর্বজনীন চিকিৎসা নীতির পরিপন্থী বলেও উল্লেখ করেন। সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, খালেদা জিয়াকে চরম স্বাস্থ্যঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্যই সরকারের ইচ্ছা অনুযায়ী মেডিক্যাল বোর্ড ‘ম্যানুফ্যাকচারিং প্রতিবেদন’ দিয়েছে। এ কারণে তার ব্যক্তিগত চিকিৎসকদেরকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। কর্তৃপক্ষের এই একগুঁয়েমি ও প্রতিহিংসাপরায়ণতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মেডিক্যাল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরেই দলের পক্ষ থেকে উদ্বেগ জানানো হচ্ছে। সম্প্রতি কারাগারের অভ্যন্তরে গঠিত একটি আদালতে খালেদা জিয়া হজিরা দিতে এসে তার অসুস্থতার কথা তুলে ধরে আদালতে আর আসতে পারবে না বলে জানান। এরপর তার অসুস্থতার বিষয় সামনে চলে আসায় তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড গঠন করে সরকার। তিনি আরও বলেন, একজন রোগীকে তার পছন্দ অনুযায়ী চিকিৎসা দেয়া উচিত। এটি তার মানবাধিকার। তা না করে কর্তৃপক্ষ জোর করে নিজেদের পছন্দের চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো চরম প্রতিহিংসাপরায়ণ জেদেরই বহিঃপ্রকাশ। দেশনেত্রীর স্বাস্থ্য যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে অন্যের সাহায্য ছাড়া তিনি এপাশ ওপাশ হতে পারেন না কেন? একথা তো মেডিক্যাল বোর্ডই স্বীকার করেছে। দেশনেত্রীর অসুস্থতা নিয়ে মেডিক্যাল বোর্ডের বক্তব্য স্ববিরোধী ও সরকারের চিন্তারই প্রতিফলন।’ জাতিসংঘে বিএনপির দাওয়াত সহ্য করতে পারছে না আওয়ামী লীগÑ মওদুদ ॥ এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এক অনুষ্ঠানে বলেন, জাতিসংঘ থেকে বিএনপি দাওয়া দেবে আওয়ামী লীগ সহ্য করতে পারছে না। বিএনপি প্রতিনিধি দলের জাতিসংঘ সফরে তাই তারা আতঙ্কিত ও বিচলিত হয়ে উল্টাপাল্টা কথা বলছে। প্রধানমন্ত্রী থেকে শুরু তাদের দলের বড় বড় নেতারা যে ভাষায় কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে, তারা খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, ‘আমাদের মহাসচিব কখনোই বলেননি যে, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাত করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল ও তার টিমের সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাত করেছেন। সেখানে কোন নালিশ করতে যাননি, সরকারের সমালোচনা করতে যাননি উল্লেখ করেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি আরও উল্লেখ করেন, এইচ এম এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে যেভাবে প্রধান দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন হয়েছিল, এবারও একই ধরনের ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে’ একাদশ সংসদ নির্বাচন চান বিএনপি।
×