ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি বিধ্বস্ত দল ॥ মাইলাম

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি বিধ্বস্ত দল ॥ মাইলাম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন, বিএনপি একটি বিধ্বস্ত রাজনৈতিক দল। দলটি একেবারেই শেষ হওয়ার পথে। গেল পাঁচ বছরেও দলটির অবস্থার পরিবর্তন হয়নি। শক্তিশালী হয়নি সাংগঠনিক অবস্থাও। সোমবার ’৭১ টেলিভিশনে প্রচারিত সাক্ষাতকারের প্রথমপর্বে মাইলাম আরও বলেন, ‘বিএনপির দশা খারাপ। কিছু নেতার নামে মামলা। কেউ জেলে, কেউ পলাতক। বিধ্বস্ত একটা দল। গত নির্বাচনের আগের অবস্থার চেয়ে খুব বদল কিছু দেখতে পাচ্ছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি’। ওয়াশিংটন ডিসিতে দেয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, ‘আমাকে বলা হয়েছে খালেদা জিয়া নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না। অর্থাৎ তাঁর জামিনের সম্ভাবনা নেই। কে বলেছে তা বলা যাবে না। আমি বলতে পারি, আমার মনে নেই। আমি আগেরবার নির্বাচনের আগে বলেছিলাম, বিএনপি মৃত প্রায়। বুঝিয়েছিলাম আহত। এখন আরও বিধ্বস্ত। শেষ হওয়ার পথে। কিন্তু মরে গেছে তা বলতে চাই না। আওয়ামী লীগের অবস্থা নিয়েও কথা বলেছেন প্রভাবশালী এই কূটনীতিক। তিনি বলেন, গত তিন বছর আগের চেয়ে আওয়ামী লীগে বিভক্তি বেড়েছে। দলের ভেতর ক্ষমতার জন্য দ্বন্দ্ব প্রকট। নিশ্চিত করে বলতে পারব না কে কি চায়। কোথায় ভাঙ্গন। কারণ বাংলাদেশের রাজনীতিতে এগুলো খুবই স্বাভাবিক মনে করি। আমি প্রায়ই আওয়ামী লীগে বিভক্তির আলাপ শুনি একথা জানিয়ে মাইলাম বলেন, ‘বিভক্তির বিষয়টি গুজব মনে হয় না। তবে এগুলো দল প্রধান শেখ হাসিনাকে প্রভাবিত করে না। হতে পারে তাঁর জায়গা থেকে তিনি এগুলোকে গুরুত্ব দিয়ে দেখেন না। আমার মনে হয় দল প্রধান শেখ হাসিনাকে তা প্রভাবিত করে না’। এর বাইরে খালেদা জিয়ার পথ চলা, বিএনপির চলমান সঙ্কট ও তা থেকে বেরিয়ে আসা নিয়েও কথা বলেছেন প্রভাবশালী এই মার্কিন কূটনীতিক। ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন মাইলাম। ’৯০ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সাক্ষী তিনি। উপমহাদেশের রাজনীতি ও বিএনপি’র প্রতিদিনের খবরের আপডেট জানার অভ্যাস ৮২ বছর বয়সী এই মাইলামের। আগামী নির্বাচনে অংশগ্রহণ, সরকারের ওপর কূটনীতিক চাপ বাড়াতে লবিস্ট নিয়োগসহ জাতিসংঘে বৈঠক নিয়ে যখন আলোচনায় বিএনপি ঠিক তখন নির্বাচনের আগে খালেদা জিয়ার জামিনের সম্ভাবনা না থাকার কথা জানালেন মাইলাম। সোমবার তিন পর্বের সাক্ষাতকারের প্রথমপর্ব প্রচার করা হয়েছে।
×