ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের সহজ জয়

প্রকাশিত: ০৭:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮

হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ হংকংকে সহজেই হারাল পাকিস্তান। এশিয়া কাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানেই হারাল পাকিস্তান। টুর্নামেন্টে শুভ সূচনাও করল দুইবারের চ্যাম্পিয়নরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হংকং। ১১৬ রানে অলআউট হয়ে যায়। ৩৭.১ ওভার পর্যন্ত খেলতে পারে হংকং। উসমান খানের (৩/১৯) সঙ্গে দুই উইকেট করে নেয়া হাসান আলী ও শাদাব খানের বোলিং তোপে পড়ে হংকং। জবাব দিতে নেমে ১৫৮ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ২৩.৪ ওভারে ১২০ রান করে জিতে যায় পাকিস্তান। ইমাম উল হক অপরাজিত ৫০ রান করেন। বাবর আজমের ৩৩ ও ফখর জামানের ২৪ রানে সহজ জয় পেল পাকিস্তান। হংকংয়ের এহসান খান একাই নেন ২ উইকেট। শুরুতে ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল হংকং। মনে হচ্ছিল, ১০০ রানও করতে পারবে না। কিন্তু ষষ্ঠ উইকেটে গিয়ে কিংচিত শাহ ও আইজাজ খানের দৃঢ় ব্যাটিংয়ে ১০০ রান পেরিয়ে যাওয়া সম্ভব হয়। দুইজন মিলে ৫৩ রানের জুটি গড়েন। তা দলের দুর্দশা কাটাতে আসল ভূমিকা রাখে। দলের ৯৭ রানে গিয়ে যেই আইজাজ (২৭) আউট হয়ে যান। সঙ্গে সঙ্গে ৩ রানের মধ্যেই ৪ উইকেট খতম হয়ে যায়। কিংচিত (২৬) দলের ৯৯ রানে আউট হওয়ার পর এহসান নওয়াজ (৯) ও নাদিম আহমেদ (৯*) মিলে দলকে ১১৬ রানে নিয়ে যান। এমন মুহূর্তে নওয়াজ আউট হতেই গুটিয়ে যায় হংকং। পাকিস্তান দুই ওপেনার ইমাম ও ফখর যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল কোন উইকেট না হারিয়েই জিততে চাচ্ছেন। দুইজন মিলে ৪১ রানের জুটিও গড়েন। ্এমন সময়ে ফখর আউট হন। এরপর ইমাম ও বাবর মিলে ৫২ রানের জুটি গড়ে দলকে ৯৩ রানে নিয়ে যান। শেষে ইমাম ও শোয়েব মালিক (৯*) খেলা শেষ করেন। স্কোর ॥ হংকং ইনিংস ১১৬/১০; ৩৭.১ ওভার (আইজাজ ২৭, কিংচিত ২৬, অংশুমান ১৯, নিজাকাত ১৩, নাদিম ৯*, নওয়াজ ৯; উসমান ৩/১৯, হাসান ২/১৯, শাদাব ২/৩১)। পাকিস্তান ইনিংস ১২০/২; ২৩.৪ ওভার (ইমাম ৫০*, বাবর ৩৩, ফখর ২৪, মালিক ৯*; এহসান ২/৩৪)। ফল ॥ পাকিস্তান ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ উসমান খান (পাকিস্তান)।
×