ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইপিএলে জায়ান্টদের জয়ের রাত

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ইপিএলে জায়ান্টদের জয়ের রাত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার জয়ের দেখা পেয়েছে সব জায়ান্ট ক্লাব। ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানসিটি আর ম্যানইউ ছাড়াও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এদিন মাঠ ছেড়েছে চেলসি, আর্সেনালও। দিনের বড় জয়টা পেয়েছে চেলসি। নিজেদের মাঠে ব্লুজরা ৪-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩-০ ব্যবধানে পরাজিত করেছে ফুলহ্যামকে। আর আর্সেনাল ২-১ গোলে জয় পায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টাও একই ব্যবধানের। তবে বোর্নমাউথের মাঠে ৪-২ গোলে বিধ্বস্ত হয় লিচেস্টার সিটি। কার্ডিফ সিটিকে পরাজিত করে লিভারপুলকে হটিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে চেলসি। এই ম্যাচে হ্যাটট্রিক করেন এডিন হ্যাজার্ড। অন্য গোলটি এসেছে উইলিয়ানের পা থেকে। যদিও সোল বামবার ১৬ মিনিটের গোলে ম্যাচে এগিয়ে গিয়েছিল কার্ডিফ। কিন্তু বেলজিয়ান তারকার কল্যাণে বেশিদূর যেতে পারেনি সফরকারীরা। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৩৭ মিনিটে সমতা ফেরানোর পর বিরতির ঠিক আগে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। ৮০ মিনিটে স্পট কিক থেকে চেলসিকে মৌসুমে দারুণ এক জয় উপহার দেন বেলজিয়ামের এই তারকা। সেই সঙ্গে পূরণ করেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের গোলে মাউরিজিও সারির দলের বড় জয় নিশ্চিত হয়। ইন-ফর্ম হ্যাজার্ডের গোলেই মূলত চেলসির তিন পয়েন্ট নিশ্চিত হয়েছিল। তবে উইলিয়ানের গোলে ব্যবধান বেড়েছে। সেই সঙ্গে পাঁচ ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে পূর্ণ ১৫ পয়েন্টসহ গোল ব্যবধানে এগিয়ে থেকে লিভারপুলকে টেবিলের দ্বিতীয় স্থানে পাঠিয়েছে ব্লুজরা। ম্যাচের ১৬ মিনিটে ডিফেন্সিভ পার্টনার সিন মরিসনের সহায়তায় বামবা স্বাগতিক দর্শকদের হতবাক করে কার্ডিফ সিটিকে এগিয়ে দেন। মাতেও কোভাচিচকে দুইবার হতাশ করেছেন গোলরক্ষক নিল ইথারিজ। কিন্তু শেষ পর্যন্ত আর হ্যাজার্ডকে আটকাতে পারেননি। সাত মিনিটের মধ্যে অলিভার জিরুডের দুটি সহায়তায় হ্যাজার্ড স্বাগতিক দর্শকদের মনে স্বস্তি ফিরিয়ে আনেন। এরপর ৮০ মিনিটে স্পট কিক থেকে হ্যাজার্ড হ্যাটট্রিক পূরণ করেন। বামবার বিপক্ষে ফাউলের অপরাধে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তিন মিনিট পর বদলি খেলোয়াড় উইলিয়ানের গোল চেলসিকে বড় জয়ে সহায়তা করেছে। আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচগুলো থেকে যেন ঘরের মাঠে ভিন্ন এক পরিস্থিতির শিকার হয়েছিল চেলসি। বিশেষ করে প্রথমবারের মতো ম্যাচে পিছিয়ে পড়ে অনেকটাই খেই হারিয়ে ফেলেছিল সারি শিষ্যরা। তবে তারপরও এই ধরনের জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। নিজে গোল করতে না পারলেও হ্যাজার্ডের প্রথম দুটি গোল সহায়তা করে ঠিকই এদিন আলো ছড়িয়েছেন জিরুড। ২০০৫-০৬, ২০০৯-১০ ও ২০১০-১১ মৌসুমের পর এই নিয়ে চর্তুবারের মতো চেলসি প্রিমিয়ার লীগ মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেল। অন্যদিকে ১৯২১-২২ মৌসুমের পর এই প্রথমবারের মতো কার্ডিফ লীগের প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও জয়ী হতে পারলো না। এই নিয়ে সবধরনের প্রতিযোগিতায় টানা সাত ম্যাচ জয়বিহীন থাকল কার্ডিফ। এদিকে সেন্ট জেমস পার্কে দ্বিতীয়ার্ধের দুই গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে আর্সেনাল। ৪৯ মিনিটে ৩০ গজ দূর থেকে গ্রানিত জাকার ফ্রি-কিকে এগিয়ে যায় গানাররা। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জার্মান তারকা মেসুত ওজিল। ইনজুরি টাইমে হেড থেকে এক গোল পরিশোধ করেন কিয়ারান ক্লার্ক। কিন্তু এই গোল ম্যাচে ফিরে আসার জন্য যথেষ্ট ছিল না। লিওরে সানের ম্যাচ শুরুর দুই মিনিটের গোলে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। লীগে এই প্রথমবার সানে মূল একাদশে খেলতে নেমেছিলেন। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে পেপ গার্ডিওলার বিবেচনায় আসতে না পারা সানে ১০২ সেকেন্ডের মধ্যে গোল করে সিটিজেনদের এগিয়ে দেন। ফার্নান্দিনহোর ক্রস থেকে সানে ফুলহ্যাম গোলরক্ষক মার্কোস বেটিনেলিকে বোকা বানান। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা। এটি ছিল ৩৫০তম ম্যাচে সিলভার ৫০তম লীগ গোল। ৪৭ মিনিটে সার্জিও এ্যাগুয়েরোর ক্রস থেকে মৌসুমের তৃতীয় গোল করে সিটিকে বড় জয় উপহার দেন রাহিম স্টার্লিং।
×