ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোবেন-রড্রিগুয়েজের গোলে বেয়ার্নের আরেকটি জয়

প্রকাশিত: ০৬:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 রোবেন-রড্রিগুয়েজের গোলে বেয়ার্নের আরেকটি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান বুন্দেসলিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। উল্টো ভাগ্য বেয়ার লেভারকুসেনের। টানা তৃতীয় হার দেখেছে তারা। শনিবার রাতে আরিয়েন রোবেন, জেমস রড্রিগুয়েজ ও কোরেন্টিন টলিসোর গোলে ৩-১এ বেয়ার্ন হারিয়েছে লেভারকুসেনকে। আর এবারই শীর্ষ লীগে উঠে আসা ডাসেলডর্ফ ২-১ গোলে হফেনহেইমকে হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে। এছাড়া আরবি লিপজিগ চলতি মৌসুমের প্রথম জয় পেয়েছে ৩-২ গোলে হ্যানোভারকে হারিয়ে। চলতি মৌসুমে আগের দুই ম্যাচে একটি ড্র, একটি পরাজয় দেখেছিল লিপজিগ। কিন্তু শনিবার রাতে হ্যানোভারের বিপক্ষে জয়ের দেখা পেল তারা। জার্মান জাতীয় দলের টিমো ওয়ার্নার জোড়া গোল করেন। ১০ মিনিটেই লিপজিগকে এগিয়ে দিয়েছিলেন ইউসুফ পোলসেন। অবশ্য কয়েক মিনিটের মধ্যেই নিকোলাস ফুয়েলত্রুগ সমতা এনে দিয়েছিলেন। কিন্তু ওয়ার্নারের জোড়া আঘাতে ৩-১ গোলে এগিয়ে যায় লিপজিগ, মিকো আলবোরনোজ একটি গোল পরিশোধ করেন। তবে দুরন্ত বেয়ার্ন হ্যাটট্রিক জয়ের দেখা পেয়েছে। যদিও লেভারকুসেনের পক্ষে পেনাল্টি থেকে গোল করে ৫ মিনিটের সময় এগিয়ে নেন ওয়েনডেল। বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি চ্যাম্পিয়নদের। ১০ মিনিটের সময় টলিসো গোল করে সমতা আনেন। এরপর আর বাভারিয়ানদের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি লেভারকুসেন। ১৯ মিনিটে গোল করেন রোবেন (২-১)। ৮০ মিনিটে লেভারকুসের ১০ জনে পরিণত হয় করিম বেলারাবি লালকার্ড দেখায়। সেই সুযোগে ৮৯ মিনিটে লক্ষ্যভেদ করেন রড্রিগুয়েজ (৩-১)। ৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে এককভাবে বেয়ার্ন। সমান ৩ ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে পরবর্তী স্থানগুলোতে আছে যথাক্রমে বরুশিয়া ডর্টমুন্ড, উলফসবার্গ, হার্থা বার্লিন, মনচেনগ্লাডবাখ ও মেইঞ্জ। তবে এর আগে বুন্দেসলিগায় এত বাজে শুরু করেনি লেভারকুসেন। ৩ ম্যাচেই হেরে তারা এখন সবার নিচে। তবে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক ঘটতে যাওয়া হফেনহেইম দ্বিতীয় পরাজয় দেখেছে বুন্দেসলিগায় নবাগত ডাসেলডর্ফের কাছে ২-১ গোলে হেরে।
×