ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ এশিয়া কাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াই

প্রকাশিত: ০৬:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 আজ এশিয়া কাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াই

শাকিল আহমেদ মিরাজ ॥ এশিয়া কাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াই আজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়া লঙ্কানদের জন্য সেরা চারের আশা বাঁচিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে এশিয়ান ক্রিকেটের উদীয়মান ও নতুন টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানরা চাইবে জয় দিয়ে শুরু করতে। টাইগারদের কাছে অমন হারের পর এ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলঙ্কা যে মানসিকভাবে চাপে থাকবে সেটি বলাইবাহুল্য। অথচ এশিয়া কাপ ইতিহাসে ম্যাচ জয়ের পরিসংখ্যানে অন্যতম সফল দল তারাই। একদিকে ম্যাথুস, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরাদের জন্য আশা বাঁচিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে মোহাম্মদ নবী-রশিদ খানের মতো আলোচিত পারফর্মরদের নিয়ে আসগর আফগানদের সামনে নিজেদের শক্তিমত্তা দেখানোর সুযোগ। তুখোড় লেগস্পিনার রশিদ এরই মধ্যে প্রতিপক্ষকে হুমকি দিয়ে রেখেছেন। আবুধাবিতে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। উদ্বোধনী ম্যাচে টাইগারদের কাছে খাওয়া ধাক্কা সামলে ওঠার আগেই আজ ধুরন্ধর আফগানদের মুখোমুখি হতে হচ্ছে লঙ্কানদের। দীর্ঘ এক বছর পর দলে ফেরা লাসিথ মালিঙ্গা শুরুতেই বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু মুশফিকুর রহীমের বীরত্ব গাথা সেঞ্চুরির ওপর ভর করে অলআউট হওয়ার আগে ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মাশরাফি বিন মর্তুজার দল। টাইগারদের দুরন্ত বোলিং-ফিল্ডিংয়ের কাছে নতজানু লঙ্কানরা অলআউট হয় মাত্র ১২৪ রানে। ১৩৭ রানের বিশাল হারের লজ্জায় ডোবে ম্যাথুজের দল। তবে সে দিনের মানসিক ধাক্কা সামলে উঠতে পারলে শক্তি-সামর্থ্য ও বাস্তবতার বিচারে তারাই এই ম্যাচের ফেবারিট। যেখানে পার্থক্য গড়ে দিতে পারেন মালিঙ্গা। এক বছর পর ফিরে বাংলাদেশের কলিজা কাঁপিয়ে দেয়া বোলিংই করেছেন বিজাতীয় এ্যাকশনের অধিকারী এ পেসার। ১০ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে পরপর দুই বলে লিটন দাস আর সাকিব আল হাসানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। ব্যাটিংয়ে অনেক কিছু নির্ভর করবে ম্যাথুসের ওপর। ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে অনেকদিন পর অধিনায়কের দায়িত্বে ফিরে দারুণ ব্যাটিং করেন তিনি। অভিজ্ঞ উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস আর থিসারা পেরেরাকেও দায়িত্ব নিতে হবে। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমানদের মতো প্রতিভাবান খেলোয়াড় উপহার দিয়েছে দেশটি। দেশটি এ পর্যন্ত যে ১০১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে যার সবগুলোতেই ছিলেন নবী। অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতে ২৯.১২ গড়ে ২৩০১ রান ও বল হাতে ১০৯ উইকেট নিয়েছেন। সম্প্রতি আয়ারল্যান্ড সফরে ৩ ম্যাচের ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। ব্যাটিং-বোলিংয়ে প্রতিপক্ষের জন্য যে কোন সময় হুমকি হয়ে উঠতে পারেন তিনি। বিশ্বজুড়ে লীগগুলোতে এবং আন্তর্জাতিক ম্যাচে অবিশ্বাস্য বোলিং উপহার দিয়ে আলোচনায় আছেন রশিদ খানও। কিছুদিন আগে টি২০তে যিনি একাই বাংলাদেশকে কুপোকাত করেছিলেন। ধুরন্ধর এই লেগস্পিনার বলেছেন, বৈচিত্র্যময় স্পিন আক্রমণ আর ব্যাটিংয়ে একঝাঁক পাওয়ার হিটার থাকায় এশিয়া কাপে তার দল চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পঞ্চাশ ওভারের একদিবসীয় লড়াইয়ে আজই তার ইঙ্গিত পাওয়া যাবে।
×