ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সার জয়রথ সচল, বার্সিলোনা ২-১ রিয়াল সোসিয়েডাড, রিয়াল মাদ্রিদ ১-১ এ্যাথলেটিক বিলবাও

লা লিগায় বার্সিলোনার জয়ের দিনে রিয়াল মাদ্রিদের হোঁচট

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 লা লিগায় বার্সিলোনার জয়ের দিনে রিয়াল মাদ্রিদের হোঁচট

জিএম মোস্তফা ॥ বার্সিলোনার জয়রথ ছুটছেই। স্প্যানিশ লা লিগায় শনিবার তারা পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। সেই সঙ্গে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। তবে বার্সিলোনার জয়ের দিনে হোঁচট খেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা। দিনের অন্য ম্যাচে এইবার-এ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটিও একই ব্যবধানে ড্র হয়। এ্যানোয়েতা স্টেডিয়ামে শনিবার বার্সিলোনাকে আতিথ্য দেয় রিয়াল সোসিয়েদাদ। নতুন এই স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা। ম্যাচের ১২ মিনিটেই প্রথম এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। অসাধারণ এক ভলিতে বার্সার জালে বল জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান রক্ষণসৈনিক আরিতস এলাসটোন্ডো। এই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মেসি-সুয়ারেজরা। প্রথমার্ধে এদিন নিজেদের ছন্দ খুঁজে পায়নি ভালভার্দের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে বাজে পারফর্ম করেছে তারা। স্বাগতিক দলের খেলোয়াড়রা সুযোগগুলো মিস না করলে প্রথমার্ধের গোল ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে পারত রিয়াল সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধেই চেনারূপে ফেরে কাতালান ক্লাবটি। ম্যাচের ৬৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। আর তাতেই স্বস্তি ফিরে বার্সার শিবিরে। এই গোলের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই আবারও রিয়াল সোসিয়েদাদের জালে বল জড়ায় বার্সা। এবার গোলদাতা ওসমান ডেম্বেলে। ম্যাচের বাকি সময়টাতে আর গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন কাতালানদের জার্সিতে পুরোটা সময় খেলেছেন আর্জেন্টিনার হয়ে দুই প্রীতি ম্যাচে না খেলা লিওনেল মেসি। কিন্তু গোলের দেখা পাননি এলএম টেন। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় মেসির গোলের অভাবটা সেভাবে বুঝতে পারেননি বার্সার সমর্থকরা। লা লিগায় বার্সা জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও ধাক্কা খেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এদিন এ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুলেন লোপেতেগুইয়ের দল। স্বাগতিক এ্যাথলেটিক বিলবাওয়কে ৩২ মিনিটেই এগিয়ে দেন ইকার মুনিয়াইন। তবে ৬৩ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ইস্কো। শনিবার জয়ের ফলে চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বার্সিলোনার। আর ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। বিংশ শতাব্দীর সেরা ক্লাব নির্বাচিত হওয়ায় ২০০০ সালের ১১ ডিসেম্বর একটি ট্রফি দিয়ে পুরস্কৃত করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তকমা রিয়াল ধরে রেখেছে এখনও। স্প্যানিশ লা লিগায় একবিংশ শতাব্দীরও সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। মূলত পয়েন্টের ভিত্তিতেই এটাকে মূল্যায়ন করা হয়। ২০০০-০১ মৌসুম থেকে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসদের সংগ্রহে এক হাজার ৫০১ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া বার্সিলোনার চেয়ে মাত্র দুই পয়েন্ট বেশি। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ লেগানেসের বিপক্ষে জয় পাওয়ার পরই নতুন মাইলফলক স্পর্শ করে। প্রথম দল হিসেবে লা লিগায় ১৫০০ পয়েন্ট সংগ্রহের মাইলফলক স্পর্শ করে। শুধু তা-ই নয়, গোল করার ক্ষেত্রেও লা লিগায় সবার চেয়ে এগিয়ে থাকা দলের নাম রিয়াল মাদ্রিদ। এই শতাব্দীর গত ১৮ বছরে প্রতিপক্ষের জালে করা রিয়াল মাদ্রিদের মোট গোল ১,৬৫২। তবে এ মৌসুমের করা ১১ গোলকে রাখা হয়নি এই তালিকায়। প্রতি মৌসুমে রিয়াল মাদ্রিদের গোল গড় ৯১। অন্যদিকে এই সময়ে বার্সিলোনার করা গোল ১৬১৯টি। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। গত মৌসুমেই রিয়াল মাদ্রিদকে টপকে শিরোপা পুনরুদ্ধার করে কাতালান ক্লাবটি। শিরোপা ধরে রাখার পথে এবারও দুর্দান্ত শুরু করেছেন মেসি-সুয়ারেজরা।
×