ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ বাহরাইন, বড় জয়ের আশা লাল-সবুজের কোচ ছোটনের, একই প্রত্যাশা অধিনায়ক মারিয়ার

জয় দিয়ে শুরু চায় আজ বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮

জয় দিয়ে শুরু চায় আজ বাংলাদেশের মেয়েরা

জাহিদুল আলম জয় ॥ দুই বছর আগে এই আসরে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে খেলেছিল বাংলাদেশের কিশোরীরা। দুই বছর বাদে আবারও একই চ্যালেঞ্জ। শনিবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। স্বাগতিক বাংলাদেশ মিশন শুরু করছে আজ। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিরুদ্ধে খেলবে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল। এই ম্যাচে বড় ব্যবধানে জিতেই অভিযান শুরু করার প্রত্যয় মারিয়া মান্দা, আঁখি খাতুনদের। ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। বাংলাদেশের ম্যাচের আগে বেলা সাড়ে ১১টায় আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লেবানন ও সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ০-৪ গোলে হেরেছে আরব আমিরাত। আর বাহরাইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লেবানন। আরব আমিরাতের বিরুদ্ধে তাই স্পষ্ট ফেবারিট হয়েই মাঠে নামছে লেবানন। গ্রুপের পাঁচ দলের মধ্যে বাহরাইনকে ধরা হচ্ছে সবচেয়ে দুর্বল। তাদের প্রথম ম্যাচে এর প্রমাণও মিলেছে। লেবানন তাদের জালে দুই হালি গোল দেয়ায় বাংলাদেশের চ্যালেঞ্জটা আরও বেড়েছে। স্বাগতিকরা এরচেয়েও বড় ব্যবধানে জয়ের আশা করছে। মহিলাদের ফিফা র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাহরাইন বেশ এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশের অবস্থান যেখানে ১১২ সেখানে বাইরাইন আছে ৮০ নম্বরে। তবে কোন পর্যায়ের ম্যাচেই এখন পর্যন্ত দেশ দু’টি মুখোমুখি হয়নি। সিনিয়র পর্যায়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও অনুর্ধ লেভেলে বাংলাদেশ অনেক এগিয়ে বাহরাইনের চেয়ে। এবার মাঠে এই প্রমাণ দেয়ার পালা। বাংলাদেশ কোচ ছোটন বলেন, আমাদের প্রস্তুতি অনেক ভাল। সবাই মুখিয়ে আছে সেরাটা দিতে। আমাদের শুধু জিতলেই চলবে না, ব্যবধানও যতটা সম্ভব বড় করতে হবে। গত আসরে খেলা কৃষ্ণা, রোকসানা, মাসুরা, শিউলি, নার্গিস, মৌসুমি, রতœা, সানজিদা, মারজিয়া, রাজিয়া ও স্বপ্না এবার বয়সের কারণে খেলতে পারছে না। তবে এটা নিয়ে চিন্তিত নন বাংলাদেশ কোচ। তিনি নতুন একটি দল গড়েছেন। এ দলটি দেশে-বিদেশে তিনটি টুর্নামেন্টে খেলেছে। এর মধ্যে দু’টিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্সআপ হয়েছে। সাফল্য পাওয়ার চেয়ে তা ধরে রাখা কঠিন। সেই কঠিন কাজটিই এখন করতে হবে বাংলার কিশোরীদের। ২০১৬ আসরে চাইনিজ তাইপে, ইরান, আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুরকে হারিয়ে নিজেদের মাটিতে অপরাজিত শিরোপা জিতে মূলপর্বে উন্নীত হয়েছিল বাংলার বাঘিনীরা। দুই বছর পর আবারও নিজভূমে একই আসর। তবে এবার প্রতিপক্ষরা কাগজে-কলমে অনেকটাই সংগঠিত এবং শক্তিশালী। তারপরও চার দলই বাংলাদেশকেই এগিয়ে রাখছে শক্তিমত্তার নিরিখে। বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা মিশন শুরুর আগে বলেন, আমদের প্রস্তুতি বেশ ভাল। বাকি চারটা দলই শক্তিশালী। আমরাও শক্তিশালী। আমরা চেষ্টা করব ভাল খেলে কোয়ালিফাই করতে। বাংলাদেশের আজকের প্রতিপক্ষ বাহরাইন ২০১৩ সালে এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলেছিল। আমিরাতে টুর্নামেন্ট খেলে এসেছে তারা। সেখানে চতুর্থ হয়েছিল। এএফসি চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে দলের কোচ খালেদ হাসান বলেন, সবদলেরই সম্ভাবনা আছে। আমার কাছে সবদলই স্পেশাল। আমাদেরও ভাল সম্ভাবনা আছে। স্বাগতিক বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, তারা খুবই শক্তিশালী দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশই এগিয়ে। তবে আমরাও ভাল ফলাফলের লক্ষ্যে খেলব। দুই মাসের প্রস্তুতিতে এই আসরে খেলতে এসেছে বাহরাইন। পাঁচ বছর পর আবারও এএফসির বয়সভিত্তিক এ আসরের মূলপর্বে খেলার আশা কোচ খালেদের শিষ্যদের। এবার দল বাড়ায় ফরমেট বদল হয়েছে। এবার চূড়ান্তপর্বে উঠতে দুটি সিঁড়ি ডিঙ্গাতে হবে দলগুলোকে। প্রথম রাউন্ডে ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ উঠবে দ্বিতীয়পর্বে। সেখানেও দুই গ্রুপে খেলা হবে। ৪ সেমিফাইনালিস্ট দল উঠবে মূলপর্বে। এবারও মূলপর্বের স্বাগতিক থাইল্যান্ড। থাইল্যান্ড ছাড়াও সরাসরি খেলবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান।
×