ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি সংস্থার অধিবেশনে যোগ দিতে ইয়াফেস ওসমান ভিয়েনায়

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  পরমাণু শক্তি সংস্থার অধিবেশনে যোগ দিতে ইয়াফেস ওসমান ভিয়েনায়

সংবাদদাতা, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে ॥ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে সাত দিনের সরকারী সফরে ভিয়েনা এসেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ১৫ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগে সহ-সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম এবং অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোঃ আবু জাফর ও কাউন্সেলর ও দূতালয় প্রধান রাহাত বিন জামান। ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দফতরে সংস্থাটির অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভিয়েনা এসেছেন। ২২ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
×