ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উস্কানিমূলক বই থেকে ব্রেন ওয়াশ চলছে

চট্টগ্রামে আবার সংগঠিত হচ্ছে শিবির

প্রকাশিত: ০৫:৪১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে আবার সংগঠিত হচ্ছে শিবির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আবারও সংগঠিত হচ্ছে ছাত্রশিবির, এমন তথ্য পুলিশী জিজ্ঞাসাবাদে উঠে এসেছে গ্রেফতারকৃতদের কাছ থেকে। তবে এদের কাছ থেকে কোন সংখ্যা পাওয়া যায়নি। শনিবার নগরীর ৪টি থানা এলাকা থেকে গ্রেফতার হওয়া ২৪ শিবির কর্মীকে রবিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ডের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে আদালতে। রিমান্ডে আনার পরই এসব শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে গোপন তথ্য। অভিযোগ রয়েছে, শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধার হওয়া এসব বই যারা লিখেছেন তাদের আইনের আওতায় আনা হয় না। যারা এসব বই ছাপাচ্ছে সেই সব পাবলিশার্স বা প্রকাশকের বিরুদ্ধেও কোন আইনী পদক্ষেপ নেয়া হয় না। ফলে খোলা বাজারে যত্রতত্র এসব বই পাওয়া যাচ্ছে। শুধু লাইব্রেরীই নয় এ ধরনের বই ফুটপাথেও স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে। এতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা অতি সহজে কিনে নিচ্ছে। এ ব্যাপারে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জনকণ্ঠকে জানান, ছাত্রশিবিরের এসব কর্মী ও সমর্থককে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে। তাদের কাছ থেকে কিছু উস্কানিমূলক বই পাওয়া গেছে। রিমান্ডে আনা গেলে কিছু তথ্য আদায় করা যাবে তাদের কাছ থেকে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, শনিবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষারত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এদের কার্যক্রম অব্যাহত ছিল। সাথী ও কর্মী জোগাড়ের মধ্য দিয়ে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সংগঠিত করে আসছিল। তবে এ ধরনের কার্যক্রম দৈনন্দিন কার্যক্রমের আওতায় রয়েছে বলে জানিয়েছে গ্রেফতারকৃতদের কয়েকজন। তবে উদ্ধারকৃত উস্কানিমূলক বই থেকে তারা সরকারবিরোধী কার্যক্রমের প্রশিক্ষণ নিচ্ছে এমন তথ্য পাওয়া গেছে পুলিশী জিজ্ঞাসাবাদে। ৪ থানার তথ্যে উঠে এসেছে, শুক্রবার রাতে নগরীর বিভিন্ন থানার পক্ষ থেকে চিরুনি অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরের ডবলমুরিং, চকবাজার, বাকলিয়া ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২৪ ছাত্রশিবিরের নেতাকর্মীকে আটক করার পর গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকা থেকে একজন, চকবাজার থানা এলাকা থেকে একজন, ডবলমুরিং থানা এলাকা থেকে ৮ জন ও বাকলিয়া থানা এলাকা থেকে ১৪ জনকে আটক করে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে ইসলামের নামে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই উদ্ধার করা হয়েছে। এসব বইয়ের মাধ্যমে ব্রেনওয়াশ করার পরিকল্পনা রয়েছে।
×