ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিথ্যার খেসারত

প্রকাশিত: ০৫:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 মিথ্যার খেসারত

ব্রিটেনের ক্যামব্রিজশায়ারে লটারি জেতার পরও স্বামীকে বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছেন এক নারী। কারণ ওই নারী প্রায়ই স্বামীর সঙ্গে লটারি জেতা নিয়ে মিথ্যা বলে মজা করতেন। মিথ্যাবাদী রাখালের কথা তো নিশ্চয়ই মনে আছে? প্রতিদিন বাঘ বাঘ করে মানুষকে ভয় দেখাত সে। এর ফলে সত্যি সত্যি যে দিন বাঘ এসেছিল সে দিন তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। প্রতিদিন এমনই মজা করত ওই নারী। তাই তার স্বামীও বিষয়টির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তাই যখন চারলোট এসে এসব বিষয়ে কথা বলতেন তখন তা উড়িয়ে দিতেন ড্যানিয়েল পিয়ার্ট। কিন্তু এই দফা সত্যি সত্যি এক মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেও কোনভাবে স্বামীকে বিশ্বাস করাতে পারছিলেন ওই নারী। শেষ পর্যন্ত লটারি জেতার বিষয়টির একটি স্ক্রিনশট স্বামীকে পাঠিয়ে বিশ্বাস করাতে সমর্থ হন তিনি। এ মেসেজ দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান পিয়ার্ট। এখন লটারি জেতার টাকায় একটি বড় বাড়ি কেনার পরিকল্পনা করছেন ওই দম্পতি। দ্য মেট্রো অবলম্বনে।
×