ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীর্ষ দানবীর হতে চান যিনি

প্রকাশিত: ০৫:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  শীর্ষ দানবীর হতে চান যিনি

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল করতে বিপুল অঙ্কের অর্থ দান করে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দানবীর হতে চান বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান দাঙ্গোতে গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং আফ্রিকার শীর্ষ ধনী এ্যালিকো দাঙ্গোতে। লাখ লাখ মানুষকে দান করার উদ্দেশ্যে ইতোমধ্যেই গড়ে তুলেছেন দাঙ্গোতে ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত দুই লাখ ৫৬ হাজার ৫০০ নারীর মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন নায়ার বিতরণ করেছেন এ ব্যবসায়ী। সম্প্রতি দেশটির মিনা শহরে এ্যালিকো দাঙ্গোতে ফাউন্ডেশনের উদ্যোগে নতুন একটি ক্ষুদ্র অর্থায়ন প্রকল্পের উদ্বোধনীতে এসব তথ্য জানান তিনি। দাঙ্গোতে বলেন, নতুন এ প্রকল্পের উদ্দেশ্য হবে আত্মনির্ভরশীল পরিবার গড়ে তোলা। আর এ জন্য মোট ২৫ হাজার সুবিধাবঞ্চিত এবং অরক্ষিত নারীদের প্রত্যেককে ১০ হাজার নায়ার করে নগদ দেয়া হবে। এ সময় তিনি ঘোষণা দিয়ে বলেন, আমি শুধু আফ্রিকার শীর্ষ ধনী নয়, এ মহাদেশের সবচেয়ে বড় দানবীর হতে চাই। আর এ লক্ষ্যেই এ্যালিকো দাঙ্গোতে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি।-ওয়েবসাইট অবলম্বনে।
×