ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই বিমানবন্দরে আধামণ সোনা জব্দ

প্রকাশিত: ০৫:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 দুই বিমানবন্দরে  আধামণ  সোনা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ সোনা ও ওষুধ চোরাকারবারিরা ফের সক্রিয় হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুটো চালানে ধরা পড়েছে আধামণ সোনা। এছাড়া ধরা পড়েছে বিপুল পরিমাণ ওষুধের চালান। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) বিমানবন্দর শাখা টিম। ওই যাত্রীর নাম খাজা শাহাদত উল্লাহ। এ বিষয়ে বিমানবন্দর শাখার এক এনএসআই কর্মকর্তা জানান, আগাম তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১৩ কেজি সোনা জব্দ করা হয়। এসব স্বর্ণ বিমানবন্দরের কাস্টমস গোডাউনে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। খাজাকে পেশাদার চোরাচালানি বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে জব্দ করা হয়েছে সাড়ে ৬ কেজি সোনা। রিজেন্টের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অভিযান চালিয়ে এ সোনার সন্ধান পেয়ে কাস্টমসকে হস্তান্তর করে। এ বিষয়ে রিজেন্টের সিইও শ্রী আশীষ রায় চৌধুরী জনকণ্ঠকে জানান, রবিবার বিকেল চারটার সময় ট্রানজিট যাত্রীরা চট্টগ্রামে নেমে যাবার পর রিজেন্টের নিরাপত্তা কর্মীরা ফ্লাইটে রুটিন চেক করার সময় ১৬/ডি নং সিটে দেখতে পায় একটি কুশন বেশ ভারি। হাতে নেয়ার পর তারা নিশ্চিত হন ভেতরে সোনা থাকার বিষয়ে। তারা তাৎক্ষণিক কাস্টমসসহ অন্যান্য নিরাপত্তা সংস্থাকে ডেকে নিয়ে সবার উপস্থিতিতে কুশন খুলে দেখতে পায় এ সোনা। সোনা আটকের পর ফ্লাইট ঢাকায় চলে আসে। ধারণা করা হচ্ছে এটা যাত্রীরই কান্ড। বিদেশী ওষুধসহ যাত্রী আটক ॥ এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০ পিস বিদেশী ওষুধসহ মিসর থেকে আসা মোঃ জামাল নামে এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। রবিবার সকালে অভিযান চালিয়ে আমদানি নিয়ন্ত্রিত এসব ওষুধসহ ওই যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মোঃ সহিদুল ইসলাম জানান, আটক যাত্রী জামালের পাসপোর্ট নম্বর বিবি-০৪২৬৩৪৮। তার কাছ থেকে পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০ পিস ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ ডায়বেটিকস, হাঁড়ের ক্ষয়জনিত রোগ ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার করা হয়। জব্দ ওষুধগুলো হলো- ‘ডুফাস্ট ওন’ ১২ হাজার পিস, ‘ম্যক্সটর্ড’ ২ হাজার পিস, ২৫ মিলিগ্রামের ‘নিওরাল’ ১৫ হাজার পিস, ৫০ মিলিগ্রামের ‘নিওরাল’ ২ হাজার পিস ও ‘নোভো র‌্যাপিড’ দুই শ’ ৫০ পিস।
×