ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে আমন্ত্রণ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 জাতিসংঘে আমন্ত্রণ  নিয়ে মিথ্যাচার  করছে বিএনপি ॥  পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ জাতিসংঘের আমন্ত্রণ এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতকার নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, বিএনপি নামক দলটি নানাভাবে ষড়যন্ত্র করছে যা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। এসময় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে এই কর্মশালার আয়োজন করা হয়। সভায় বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, সরকারের ইতিবাচক কর্মকান্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিদেশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর কমিটিতে এলিট শ্রেণীর লোকদের আনতে হবে। পরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, দলের কোন সঙ্কটের সময় এলিটরা কেটে পড়ে। হঠাৎ করে তারা দল নিরপেক্ষ হয়ে যান। কিন্তু দল যখন ক্ষমতায় থাকে তখন তারা নানাভাবে ফায়দা হাসিল করেন। যারা চরম দুঃসময়েও আওয়ামী লীগকে ছেড়ে যায় না বা যাবে না তাদের দিয়েই দলের কমিটি গঠন করতে হবে। কর্মশালায় আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ওয়ালিউর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আব্দুর রশীদ প্রমুখ।
×