ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ডাঃ রুহুল হকের মনোনয়ন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 সাতক্ষীরায় ডাঃ রুহুল হকের মনোনয়ন দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা ৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হকের মনোনয়ন বাধাগ্রস্ত করতে হাওয়া ভবনের মদদ পুষ্ট এক বসন্তের কোকিল ঢাকায় মিথ্যাচার করছে এমন অভিযোগ এনে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছেন তার সমর্থক দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ থেকে ডাঃ আফম রুহুল হক ছাড়া অন্য কারও মনোনয়ন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে এসব সুবিধাভোগীকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে। রবিবার সাতক্ষীরা নিউমার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে ওই আসনে কোন ভূমিদস্যুর মনোনয়ন মেনে নেবেন না বলেও জানান বক্তারা। মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, কথিত বসন্তের কোকিল হাওয়া ভবনের সৃষ্টি দাবি করে তারা আরও বলেন এখন তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশের চেষ্টা করছেন। ওই ব্যক্তি ২০১৩/১৪ সালে জামায়াতের সহযোগী হিসেবে নাশকতায় ভূমিকা রাখেন। এখনও তিনি জামায়াত ও বিএনপির দোসর এবং অর্থ যোগানদাতা বলে বক্তাদের অভিযোগ। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডাঃ মোকলেছুর রহমান, এ্যাডভোকেট ওসমান গনি, আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন, আবু সায়ীদ, মুজিবর রহমান, মনিরুজ্জামান, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যুবলীগ নেতা আবদুল মান্নান প্রমুখ। সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা ৩ আসনে কয়েক হাজার নেতাকর্মী এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। সিরাজগঞ্জে মাঠ চষে বেড়াচ্ছেন মিল্লাত স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জের মাঠে ময়দানে আলোচনার ঝড় বইছে। যদিও নির্বাচন কমিশন এখনও নির্বাচনী তফসিল ঘোষণা করেনি। তবুও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ সম্ভাব্য তারিখ ধরে নিয়ে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ প্রার্থীদের বিচরণ থাকলে এখনও মাঠে নেই বিএনপি, জাপাসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী। তারপরও নির্বাচনী আলোচনায় সরগরম মাঠ। চায়ের দোকানে, রাস্তার মোড়ে মোড়ে সর্বত্রই আলোচনায় প্রাধান্য পাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশ্লেষণ হচ্ছে কে কোথায় প্রার্থী হচ্ছেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সিরাজগঞ্জ সদর আসনে বর্তমান এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না নির্বাচন করবেন তা নিশ্চিত হয়েছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। সিরাজগঞ্জ সদরের ১০ ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা ও কামারখন্দ নিয়ে গঠিত সিরাজগঞ্জ -২ (সদর) আসন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি আবারও এ আসনে দলের মনোয়ন পাচ্ছেন তা নিশ্চিত করে মাঠে কাজ শুরু করেছেন। তিনি তার নির্বাচনী এলাকায় রুটিন মাফিক দিনভর কর্মসূচী পালন করছেন। . মুন্সীগঞ্জে নুরুল আলমের গণসংযোগ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের প্রেসিডেন্ট ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক নুরুল আলম চৌধুরী ব্যাপক গণসংযোগ করেছেন। গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত অবধি তিনি মুন্সীগঞ্জ-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন। শনিবার তিনি সারাদিন শ্রীনগর উপজেলার কোলাপাড়া, ভাগ্যকুল ও রাঢ়িখাল ইউনিয়নসহ বিভিন্ন বাজারে ক্রেতা, বিক্রেতা ও সর্বসাধারাণের সঙ্গে কথা বলেন। গণসংযোগ কালে তিনি দেশের কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের সচিত্র লিফলেট বিতরণ করেন। তিনি সরকারের উন্নয়নসহ নানা সাফল্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফ আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ মোঃ কাইউম, সাধারণ সম্পাদক শেখ দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হালিম খান সুমন ও আনীল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজল, পাপ্পু, জয় ও অনেকে।
×