ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চমেকে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

প্রকাশিত: ০৪:৫২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

চমেকে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জাগ্রত রেসকোর্স।’ শনিবার রাতে তা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ৫৭ বছর পর সেখানে স্থাপিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ম্যুরাল ‘জাগ্রত রেসকোর্স।’ ম্যুরালটি তৈরি করেন শিল্পী শ্রীকান্ত আচার্য। এগারো বাই সাত ফুট সাইজের এই ম্যুরাল এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে করে বিশেষ দিনগুলোতে বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা যায়। উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কালজয়ী এই নেতার ম্যুরাল স্থাপন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
×