ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৪:৫১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে  হয়রানির  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ সেপ্টেম্বর ॥ রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামে মিথ্যা অভিযোগ উত্থাপন করে মামলা দিয়ে এক সাংবাদিক পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী জাতীয় দৈনিক ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আশুতোষ সরকার তার পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। সম্প্রতি আশুতোষ সরকারের কাকা জিতেন সরকার তার নিজের বাড়ির নতুন পাকা ভবনে বিদ্যুতের লাইন টানতে যায়। বিদ্যুত লাইনের তার প্রতিবেশী বিপ্র বাড়ৈয়ের (৩৮) জমির ওপর দিয়ে কয়েক ফিট পড়ে যায়। এতে বিপ্র বাড়ৈ ও তার আত্মীয়-স্বজন বিদ্যুতের লাইন টানতে বাধা দেয়। এতে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া-ঝাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে পুঁজি করে বিপ্র বাড়ৈ বাদী হয়ে ঢাকায় বসবাসরত সাংবাদিক পরিবারকে হয়রানি করার উদ্দেশে সাংবাদিক আশুতোষ সরকারের পিতা কেশব সরকারকে হুকুমের আসামি করে ৭ জনের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সংঘর্ষ, লুটপাট ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে সাংবাদিক আশুতোষ সরকার বলেন, ‘আমাদের প্রতিবেশী বিপ্র বাড়ৈ বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে লাইন নিতে গেলে কয়েক ফুট বিদ্যুতের তার তাদের জমির ওপর দিয়ে আনা প্রয়োজন হয়। কিন্তু তারা তা না দিয়ে ঢাকায় বসবাসরত আমার বাবাসহ পরিবারের অন্যদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। আমার বাবার বয়স ৭০ বছর এবং তিনি বিভিন্ন অসুখে আক্রান্ত। চাকরির সুবাদে আমি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছি। আমার বাবা ও মা বেশ কয়েক বছর ধরে আমার সঙ্গে ঢাকাতেই আছেন। তার পরেও বিপ্র বাড়ৈ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য আমার বাবাকে মামলায় আসামি করেছেন।’ এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বলেন, ‘আমরা আদালত থেকে মামলার কপি পেয়েছি। তদন্ত করে খুব শীঘ্রই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’
×