ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাবিতে উপাচার্যদের কর্মশালা

প্রকাশিত: ০৪:৫০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

শাবিতে উপাচার্যদের  কর্মশালা

শাবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরও বৃদ্ধি করেত সিলেট বিভাগের সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালার আয়োজন করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। রবিবার আইকিউএসি’র সেমিনার রুমে ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিব প্রসাধ সেন উপস্থিত ছিলেন। শাবি’র আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস সভাপতিত্ব করেন।
×