ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার ॥  অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ সেপ্টেম্বর ॥ অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ জেএমবির লালমনিহাট জেলার পাটগ্রাম পৌরসভার ইন্সপেক্টর আবু সাদেক সাইদুজ্জামান বাবু ওরফে আমির হামজা (৪৬) ও তার সহযোগী জেএমবি’র সক্রিয় সদস্য তালিম প্রধান (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন রংপুর-বগুড়া মহাসড়কে মডার্ন ব্রিজ সংলগ্ন একটি পতিত জমিতে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জঙ্গীবাদী বই লিফলেট, পিস্তল, পিস্তলের তাজা গুলি, ম্যাগাজিন, সীমকার্ড ও মোবাইল। গ্রেফতারকৃতরা হলো, আবু সাদেক সাইদুজ্জামান (বাবু) ওরফে আমির হামজা (৪৬) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বানিয়াপাড়া রসুলগঞ্জ গ্রামের মৃত ওসমান গণির ছেলে এবং তালিম প্রধান (২৫)। একই উপজেলার রসুলগঞ্জ সাহেব ডাঙ্গা গ্রামের মৃত মোবারক আলী প্রধানের ছেলে। রবিবার বিকেলে নগরীর পানি উন্নয়ন বোর্ডের র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, আমির হামজা জঙ্গীবাদের আড়ালে ‘ওহির আলো’ নামে একটি কিন্ডার গার্ডেন স্কুল পরিচালনা করে আসছিল। তার দেয়া তথ্যমতে দহগ্রাম রোডের তালিম কম্পিউটার পয়েন্টে অভিযান চালিয়ে তালিম প্রধানকে জঙ্গীবাদী বই, জঙ্গীবাদী লিফলেট পুরাতন ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন এবং সীমকার্ডসহ গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩ প্রধান জানান, তারা প্রায় ২ বছর যাবত গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছিল। জঙ্গী সংগঠনে তরুণদের উদ্ভূদ্ধকরণ, নতুন জঙ্গী সদস্য সংগ্রহ সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থ দিয়ে অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকান্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করে। র‌্যাব জানায়, বৃহত্তর রংপুর এলাকায় তাদের নাশকতার পরিকল্পনা ছিল।
×