ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

গাজীপুরে চুলার আগুনে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে চুলার আগুনে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মহানগর ও কালিয়াকৈরে পৃথক অগ্নিকা-ের ঘটনায় এক গৃহবধূ নিহত ও অপর দম্পতি আহত হয়েছে। নিহত হাসিনা বেগম (৩৬), চান্দনা এলাকার মোঃ হাসান আলী সরকারের মেয়ে এবং সিরাজুল ইসলামের (তহসিলদার) স্ত্রী। দগ্ধ দম্পতি হলেন- নওগাঁর মান্ডা থানার সুদিপুর এলাকার আজহারুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ও আশরাফুলের স্ত্রী মিতা আক্তার (২৮)। গাজীটপুর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে হাসিনা নিজেদের বাসভবনের দোতলায় গ্যাসের চুলায় রান্না করতে যান। এক পর্যায়ে চুলার আগুন তার পরনের কাপড়ে ধরে যায়। এ সময় তাদের ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল এবং বাসায় তিনি ছাড়া আর কেউ ছিলেন না। আগুন মুহূর্তে জানালা-দরজার পর্দা ও আলমারিতেও ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে ধুয়া বের হতে দেখে নিচতলার লোকজন গিয়ে দরজা খুলতে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু হাসিনার কোন সাড়া না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেন এবং হাসিনার দগ্ধ লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। অপরদিকে অগ্নিদগ্ধ আশরাফুলের চাচা শশুর মোঃ আলী ইমাম জানান, কালিয়াকৈর উপজেলার সাহেববাজার বড়ইতলী এলাকায় মোহাম্মদ আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করত আশরাফুল ও তার স্ত্রী মিতা। রবিবার সকালে রান্না করতে স্বামী আশরাফুল ও তার স্ত্রী মিতা আক্তার রান্নাঘরে যান। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে তারা দুজনে অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। বর্তমানে তারা ওই হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, আশরাফুল ৪৫শতাংশ এবং মিতার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা ওই মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
×