ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ধর্মসভা মন্দিরের প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 খুলনায় ধর্মসভা মন্দিরের  প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত আর্য্য ধর্মসভা মন্দিরের কালীসহ একাধিক প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শনিবার গভীর রাতে চোরেরা মন্দিরের গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে প্রতিমার দেহে থাকা সকল স্বর্র্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, শনিবার রাতে মন্দিরের পুরোহিতরা প্রতিদিনের মতো মন্দিরের গেটে তালা দিয়ে চলে যান। রবিবার সকালে মন্দিরে এসে তারা মন্দিরের গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে কমিটির নেতৃবৃন্দকে খবর দেয়। নেতৃবৃন্দ এসে দেখে মন্দিরের তিনটি অংশে থাকা কালীসহ অন্য প্রতিমার শরীরে কোন স্বর্ণালঙ্কার নেই। এর পর পুলিশকে খবর দেয়া হয়। মন্দিরে সিসিটিভি থাকলেও চোররা সুকৌশলে সেগুলোকে এড়িয়ে বিভিন্ন সময়ে কালীকে ভক্তদের দেয়া স্বর্ণের চোখ, টিপ, চূড়াসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা খুলনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
×